স্পোর্টস ডেস্ক:: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। হুলিয়ান আলভারেজ-জেরেমি ডকুদের গোলে লাইপজিগকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ম্যানসিটি।
বিরতির আগে লিড নেওয়া ম্যানসিটি লিড নিয়েই বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই লাইপজিগ সমতায় ফেরে। এরপরই আলভারেজ-ডকুদের গোলে জয় নিশ্চিত করে মাঠে ছাড়ে আর্লিং হল্যান্ডরা।
লাইপজিগের বিপক্ষে চ্যাম্পিয়নের মতোই খেলে সিটি। শুরু থেকেই শেষ পর্যন্ত আধিপত্য ধরে রাখে দলটি। ম্যাচের ২৫তম মিনিটে ফোডেনের গোলে ১-০ লিড নেয় হল্যান্ডরা। পিছিয়ে পড়া লাইপজিগ প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি। লিড নিয়ে বিরতিতে যায় সিটি।
বিরতির পরপরই লাইপজিগ ম্যাচে ফিরে আসে। ৪৮তম মিনিটে লয়িস ওপেন্ডার গোলে সমতায় ফিরে দলটি। ১-১ গোলের এই সমতা ম্যাচের প্রায় শেষ পর্যায়েই নিয়ে যাচ্ছিলো দলটি। তবে দাপুটে খেলা সিটিকে ৮৪তম মিনিটে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। তার গোলেই সিটি এগিয়ে যায় ২-১ গোলের ব্যবধানে।
লিডে থাকা দলের হয়ে অন্তিম সময়ে আরেকটি গোল করেন জেরেমি ডকু। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তার গোলেই ম্যানচেস্টার সিটির ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়।
দুই ম্যাচে দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষ দল সিটি। এক জয় ও এক হারে চার পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় দল লাইপজিগ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post