স্পোর্টস ডেস্কঃ কিছুদিন আগে ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন এক নারী। আর সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন তিনি। গত শুক্রবার স্পেনের পুলিশ তাঁকে গ্রেফতার করেছে বলে জানাচ্ছে স্পেন ও ইউরোপের গণমাধ্যমে।
ঐ নারীর অভিযোগের প্রেক্ষিতে থানায় স্বাক্ষ্য দিতে যান ৩৯ বছর বয়সী আলভেজ। আর সেখানেই গ্রেফতার করা হয় তাঁকে। এদিকে গ্রেফতার হওয়ার পর আলভেজের সঙ্গে চুক্তি বাতিল করেছে তার ক্লাব পুমাস। ক্লাবটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়ে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করার কথা জানায়। গত বছরের জুলাইয়ে মেক্সিকোর ক্লাবটিতে যোগ দেন বার্সেলোনার সাবেক এই ডিফেন্ডার। দলটির হয়ে তিনি খেলেছেন ১৩ ম্যাচ।
মূলত গেল বছরের ৩১ ডিসেম্বর বা থার্টি ফার্স্ট নাইটে বার্সেলোনার একটি নৈশ ক্লাবে আলভেজ যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ করেন এক নারী। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন আলভেজ। স্পেনের এক টেলিভিশনকে জানিয়েছিলেন, এসব ভিত্তিহীন। ঐ নারীকে চেনেন না, জীবনে কোনো দিন দেখেনওনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post