স্পোর্টস ডেস্কঃ সৌদি আরবের ক্লাব আল নাসেরে গোলের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন দলের জার্সিতে মাঠে নামার দ্বিতীয় ম্যাচে এসে গোলের দেখা পেলেন পর্তুগিজ এই তারকা। কিন্তু মিলল না জয়ের স্বাদ। ড্র করেছে তাঁর দল।
শুক্রবার আল ফাতেহর মাঠে দুই বার পিছিয়ে পড়ে হারের মুখে পৌঁছে গিয়েছিল আল নাসের। যোগ করা সময়ের গোল করে দলকে মূল্যবান একটি পয়েন্ট এনে দেন রোনালদো। এই ড্রয়ের ফলে এক পয়েন্ট নিয়ে ফের লিগের শীর্ষস্থান দখলে নেয় আল রোনালদোর দল। ১৫ ম্যাচে আল নাসেরের পয়েন্ট ৩৪। ১৬ ম্যাচে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে নেমে গেছে আল-শাবাব।
হারতে বসা আল নাসের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রোনালদোর সফল স্পট কিকে ড্রয়ের স্বস্তিতে মাঠ ছাড়ে। চলতি মৌসুমে লিগে এ নিয়ে মাত্র দ্বিতীয় গোল করলেন রোনালদো। প্রথমটি পেয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে।
আল ফাতেহর বিপক্ষে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে আল নাসের। ক্রিস্তিয়ান তেইয়োর গোলে দ্বাদশ মিনিটে এগিয়ে যায় ফাতেহ। তবে ৪২তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার তালিসকার গোলে সমতা ফেরায় আল নাসের। ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধেও লড়াই হয়েছে পাল্টাপাল্টি। তবে ৫৮তম মিনিটে সোফিয়ানের গোলে ফের এগিয়ে যায় ফাতেহ। শেষদিকে আল নাসেরের ত্রাতা রোনালদো। পেনাল্টি থেকে দলকে এক পয়েন্ট এনে দেন। যোগ করা সময়ে আল নাসেরের গোলদাতা তালিস্কা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post