স্পোর্টস ডেস্ক:: ইংল্যান্ডে জন্ম, বেড়ে উঠা। ফুটবলের শুরুটা ইংল্যান্ডেই। লেস্টার সিটির একাডেমিতে ভর্তি হয়ে ইংল্যান্ড যুব দলে খেলা, লেস্টার সিটির যুব দলের নেতৃত্ব দেওয়া, ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী এবার বাংলাদেশের। এখন থেকে অফিসিয়ালি তিনি বাংলাদেশের নাগরিক।
হবিগঞ্জে দেওয়ান হামজা চৌধুরীর পৈত্রিক নিবাস। বাবা বাংলাদেশী। ইংল্যান্ডে বেড়ে উঠায় বৃটিশ নাগরিক ছিলেন হামজা চৌধুরী। বাবার সূত্রে এবার তিনি বাংলাদেশের নাগরিক। ইংলিশ লিগের এই ফুটবলার এখন বাংলাদেশের জার্সিতে খেলবেন। খেলতে তার আর কোনো বাঁধা রইলো না। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়ে দিয়েছে, হামজা চৌধুরী বাংলাদেশী।
জামাল ভুঁইয়া, তারেক কাজীদের পর এবার হামজা চৌধুরী। ২০১৩ সাল থেকেই বাংলাদেশ দলে খেলছেন প্রবাসী ফুটবলাররা। তবে সবার চেয়ে দামি, সবচার চেয়ে বড় তারকা হামজা চৌধুরী। কেননা ইংলিশ লিগে খেলার অভিজ্ঞতা সম্পূর্ণ কোনো ক্রিকেটারকে এতোদিন পায়নি বাংলাদেশ। ফুটবলীয় মেধা, অভিজ্ঞতা সব দিক দিয়েই হামজা সবার সেরা।
বিশ্বের শীর্ষ লিগগুলোর অন্যতম ইংলিশ প্রিমিয়ার লিগ। এই লিগের কোনো ফুটবলার বাংলাদেশ দলে থাকাটাই অন্যারকম মর্যাদার। লেস্টার সিটির মধ্যমাঠের খেলোয়াড় হামজা। মূল দলে যোগ দেওয়ার আগে অধিনায়কত্ব করেছেন ক্লাবটির অনূর্ধ্ব-২৩ দলের। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের জার্সিতে ৭টি ম্যাচও খেলেছেন। লেস্টার সিটি ইংলিশ ফুটবল লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে নেমে গিয়েছিল এক মৌসুম আগে। এ মৌসুমে প্রিমিয়ার চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রিমিয়ারে ফিরে এসেছে দলটি।
হামজা চৌধুরী ২০০৫ থেকে টানা ১০ বছর খেলেন লেস্টার সিটির যুব দলে। মূল দলে খেলা শুরু করেন ২০১৫ সালে। লেস্টার সিটির হামজা মাঝে লোনে খেলেছেন বার্টন অ্যালভিয়নে ও ওয়াটফোর্ডে। ২৬ বছর বয়সী এই তারকার লাল সবুজ জার্সিতে মাঠে নামার অপেক্ষা ফুরালো।
লেস্টার সিটির তারকা দেওয়ান হামজা চৌধুরী লাল সবুজ জার্সিতে খেলতে পারবেন। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি বাংলাদেশের পক্ষেই রায় দিয়েছে। হামজা চৌধুরীকে বাংলাদেশে খেলাতে চেষ্টা চালিয়ে আসছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
তবে হামজা ইংল্যান্ড যুব দলের হয়ে খেলা ফেলায় জঠীলতায় তৈরি হয়। বিষয়টি শেষ পর্যন্ত ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির টাইব্যুনালে পৌঁছায়। বাফুফে অপেক্ষায় ছিলো ফিফার চূড়ান্ত সিদ্ধান্তের। অবশেষে রায় পেলো বাফুফে।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির তারকা হামজা আগামী মার্চে এশিয়ান কাপ বাছাইপর্বেই বাংলাদেশের জার্সিতে খেলবেন। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে পারে তার বাংলাদেশ অধ্যায়।
বৃহস্পতিবার ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি হামজার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে। বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার ইংল্যান্ড যুব দলের হয়ে ম্যাচ খেলার কারণেই তৈরি হয়েছিল জটিলতা। শেষ পর্যন্ত ফিফা বৃহস্পতিবার রায় দিয়েছে বাংলাদেশের পক্ষে।
আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন বছরে এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শুরু করবে বাংলাদেশ। সেই ম্যাচেই লাল সবুজ জার্সিতে অভিষেক হয়ে যেতে পারে হামজার। ব্যক্তিগত ভাবে হামজা চৌধুরী নিজেও বাংলাদেশের হয়ে খেলার জন্য মুখিয়ে আছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০