স্পোর্টস ডেস্কঃ আগামী শনিবার এফএ কাপের ফাইনাল। যেখানে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি- ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচ জিততে পারলে মৌসুমের দ্বিতীয় শিরোপার স্বাদ পাবে এরিক টেন হাগের দল। গত ফেব্রুয়ারিতে তারা জিতে নিয়েছে লিগ কাপ।
এফএ কাপ জিততে পারলে সিটির ট্রেবল জয়ের আশাও ভেঙে দিতে পারবে তারা। যদিও দুর্দান্ত ছন্দে আছে পেপ গার্দিওলার দল। প্রিমিয়ার লিগ জেতা দলটি নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। তবে শনিবারের ফাইনাল নিয়ে বেশ সতর্ক সিটিজেনদের কোচ গার্দিওলা।
এফএ কাপের ফাইনালে মাঠে নামার আগে গার্দিওলা বলেন, ‘গত পাঁচ-ছয় মাসে ইউনাইটেড যা করেছে, মৌসুমের শুরুতে আমরা যাদের মুখোমুখি হয়েছিলাম তার থেকে পুরোপুরি ভিন্ন দল এখন তারা। ফাইনাল হলো ৯০ মিনিটে আপনি কেমন করলেন, সেটা। অতীতে আপনি কী করেছেন বা আপনি কতটা ভালো, তা নয়। এটি এক ম্যাচের লড়াই, তাই তাদের হারাতে আমাদের সেরাটা দিতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post