স্পোর্টস ডেস্কঃ ৯২ বছর আগের রেকর্ড আজ ভেঙে দিয়েছেন কেপটাউন টেস্ট। যেখানে মাত্র ১০৭ ওভার বা ৬৪২ বলেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ভারত। বৃহস্পতিবার ৭ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরাল রোহিত শর্মার দল। ১৯৩২ সালে মেলবোর্নে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। সেই টেস্টে ফলাফল এসেছিল মাত্র ৬৫৬ বলে। এতদিন এটাই ছিল সবচেয়ে কম বলে ফলাফল পাওয়া টেস্ট। এবার সেটিকে ছাড়িয়ে ইতিহাসের অংশ হয়ে গেলো দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট।
মোহাম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৫৫ রানে গুটিয়ে দেয় ভারত। জবাবে ব্যাট হাতে তারাও অবশ্য খুব ভালো কিছু করতে পারেনি। টেস্ট ইতিহাসে প্রথমবার শূন্য রানে ৬ উইকেট হারানোর বিব্রতকর রেকর্ড গড়ে অল আউট হয় ১৫৩ রানে। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও বিপাকে পড়ে স্বাগতিকরা। মৃত্যু ফাঁদে এইডেন মার্করামের দুর্দান্ত সেঞ্চুরি ছাড়া বলার মতো রান পাননি আর কোনো ব্যাটার। মার্করামের সেঞ্চুরিতে ভারতের লিড টপকাতে পারে দক্ষিণ আফ্রিকা। তবে প্রোটিয়ারা মাত্র ৭৯ রানের লক্ষ্য দাঁড় করায়। যা ভারত পেরিয়েছে ৭ উইকেট হাতে রেখেই।
বলের হিসেবে সংক্ষিপ্ত ৫ টেস্ট-
বল ম্যাচ ভেন্যু সাল
৬৪২ দ.আফ্রিকা-ভারত কেপটাউন ২০২৪
৬৫৬ অস্ট্রেলিয়া-দ.আফ্রিকা মেলবোর্ন ১৯৩২
৬৭২ উইন্ডিজ-ইংল্যান্ড ব্রিজটাউন ১৯৩৫
৭৮৮ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ওল্ড ট্রাফোর্ড ১৮৮৮
৭৯২ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া লর্ডস ১৮৮৯।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post