নিজস্ব প্রতিবেদক:: বিপিএলের আলোচিত, সমালোচিত দল চিটাগাং কিংস। তবে ময়দানি লড়াইয়ে তার কোনো ছাপ নেই। প্লে-অফ নিশ্চিত করেছে কিংসরা। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে শিরোপা প্রত্যাশী ফরচুন বরিশালের বিপক্ষে ২০৬ রান তুলেছে।
জয়ের জন্য তামিম ইকবালের দলকে করতে হবে ২০৭ রান।
ফরচুন বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামা চিটাগাং কিংস দারুণ শুরু পায়। দুই ওপেনার নাফা ও ইমন ৫৮ রানের উদ্বোধনী জুটি গড়েন। ৬.৫ ওভার স্থায়ী জুটিতে দু’জনে তুলেন ৫৮ রান। ১৯ বলে ২২ রান করা নাফার বিদায়ে ভাঙে তাদের জুটি। উদ্বোধনী সঙ্গীকে হারানোর পর ইমন তিনে নামা গ্রাহাম ক্লার্ককে নিয়েও বড় জুটি গড়েন। তুলে নেন আরো ৭০ রান। ইনিংসের ১৩তম ওভারের পঞ্চম বলে দলীয় ১২৮ রানে ইমনের বিদায়ে ভাঙে এই জুটি। কিংসের দেশী এই তারকা ৪১ বলে ৭৫ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। হাঁকিয়েছেন আটটি ছক্কা ও একটি চার।
ইমনের বিদায়ের পর গ্রাহাম ক্লাকও ফিরেন প্যাভেলিয়নে। করেন ২১ বলে ২৬ রান। এক বাউন্ডারির ইনিংসে হাঁকান দুই ছক্কা। এরপর অধিনায়ক মিথুন ফিরেন প্যাভেলিয়নে। ৪ বলে এক রান করে ইনিংসের ১৭তম ওভারের পঞ্চম বলে দলীয় ১৬৬ রানের মাথায় চতুর্থ উইকেটে সাজঘরে ফেরেন তিনি। তিনটি করে চার ও ছক্কায় ২৩ বলে ৪২ রানে হায়দার আলী ও তিন চার, দুই ছক্কায় ১২ বলে ৩০ রানে শামীম হোসেন অপরাজিত থাকেন। চিটাগাং কিংস থামে চার উইকেটে ২০৬ রানে।
বরিশালের হয়ে তাইজুল দু’টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০