স্পোর্টস ডেস্ক:: বিপিএল শিরোপার জন্য চিটাগাংস কিংস ১০৫ রানের পূঁজি গড়েছে। দ্বিতীয় শিরোপার জন্য বরিশালকে করতে হবে ১৯৫ রান। মিরপুরের হোম অব ক্রিকেটে চলছে বিপিএলের একাদশ আসরের শিরোপার লড়াই।
টস হেরে ব্যাট করতে নামা চিটাগাং কিংস দুই ওপেনার নাফা ও পারভেজ ইমনের ব্যাটে দুর্দান্ত শুরু করে। বরিশালের বোলারদের তুলোধুনো করে বন্দরনগরীর ওপেনাররা ১২১ রানের উদ্বোধনী জুটি গড়েন। নিষ্প্রাণ বোলিংয়ে অনেকটা দিশেহারা হয়ে পড়ে বরিশাল। ফাইনালের মতো ম্যাচে বল হাতে জ্বলে উঠতে পারেননি দলটির বোলাররা।
ইনিংসের ১৩তম ওভারের চতুর্থ বলে খাজা নাফার বিদায়ে ভাঙে চিটাগাংয়ের উদ্বোধনী জুটি। ইবাদতের শিকারে পরিণত হওয়ার আগে এই বিদেশী ৪৪ বলে ৬৬ রানের নান্দনিক এক ইনিংস খেলেন। যাতে ছিলো সাত চারের সঙ্গে তিন ছক্কার মার। তার বিদায়ের পর তিনে নামা গ্রাহাম ক্লার্কও রানের চাকা সচল রাখেন। দারুণ ব্যাটিং করেন। রানআউটের শিকারে পরিণত হওয়ার আগে তিন ছক্কা ও দুই চারে ২৩ বলে ৪৪ রান করেন তিনি।
ক্লার্কের বিদায়ের পর উ্ইকেটে নামা শামীম হোসেন দুই বলে দুই রান করে প্যাভেলিয়নে ফেরেন।তবে ওপেনার ইমন বেশ চড়াও হয়ে ব্যাট চালাতে থাকেন। ৭৮ রানের ঝলমলে এক ইনিংস খেলে শেষ পর্যন্ত তিনি অপরাজহিত থাকেন। ৪৯ বলের ইনিংসটি সাজিয়েছেন দুই চার ও তিন ছক্কায়। হোসাইন তালাত দুই বল খেলে অপরাজিত থাকলেও রানের খাতা খুলতে পারেননি। তিন উইকেটে ১৯৪ রানে থামে চিটাগাং।
বরিশালের হয়ে ইবাদত ও আলী একটি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০