স্পোর্টস ডেস্ক:: উইল ইয়াংয়ের সেঞ্চুরির ম্যাচে সেঞ্চুরি মিস করেছেন অধিনায়ক টম লাথাম। ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন স্বাগতিক অধিনায়ক। সেঞ্চুরিয়ান আর হাফ সেঞ্চুরিয়ানের ম্যাচে নিউজিল্যান্ড ৩০ ওভারে ২৩৯ রান তুলেছে। জয়ের জন্য ২৪০ রান করতে হবে বাংলাদেশকে।
তিন দফা বৃষ্টিতে ৫০ ওভারের ম্যাচটি শেষ পর্যন্ত থেমেছে ৩০ ওভারে। ইনিংসের প্রথম ওভারেই জোড়া উইকেট হারানো নিউজিল্যান্ড শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২৩৯ রান তুলেছে উইল ইয়াং ও টম লাথামের তৃতীয় উইকেট জুটিতে ১৭১ রানের জুটিতে।
টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম বলে রাচিন রবীন্দ্রকে সাজ ঘরে পাঠান শরিফুল। শেষ বলে প্যাভেলিয়নের পথ ধরান হেনরি নিকোলাসকে। দু’জনের কেউই রানের খাতা খুলতে পারেননি। ৫ রানের মধ্যে দুই উইকেট হারানো স্বাগতিকরা তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ায়। ১৪৫ বলে ১৭১ রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন টম লাথাম ও উইল ইয়াং। টাইগারদের বোলারদের সাথে বৃষ্টির সঙ্গেও লড়াই করতে হয়েছে কিউ দুই ব্যাটারকে।
শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজে বলে বোল্ড হয়ে অধিনায়ক লাথাম সাজঘরে ফিরলে ভাঙে তাদের জুটি। তবে তার আগেই নয় চার ও তিন ছক্কায় ৭৭ বলে ৯২ রানের দায়িত্বশীল ইনিংষ খেলেন লাথাম। ইনিংসের ২৬তম ওভারের প্রথম বলে দলীয় ১২৬ রানে তার বিদায়ের পর দ্রুতই ফিরেন সেঞ্চুরিয়ান ইয়াং। ১৪ চার ও ৪ ছক্কায় ৮৪ বলে ১০৫ বলের ঝলমলে এক ইনিংস খেলেন ষষ্ট উইকেটে সাজঘরে ফিরেন তিনি। ২০ রান করতে পেরেছেন মার্ক চ্যাম্পম্যান। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কেউ।
তিন রান আউটের ম্যাচে বাংলাদেশের হয়ে শরিফুল ২টি ও মিরাজ ১টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নপ্র/ডেস্ক/০০
Discussion about this post