স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির পর ওয়ানডেতে অভিষেক হলো পাকিস্তানি পেসার ইহসানুল্লাহর। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে একাদশে সুযোগ পেয়েছেন তিনি। স্বদেশী শাহিন আফ্রিদি ক্যাপ দিয়েছেন ইহসানুল্লাহকে। কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।
গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় ইহসানুল্লাহর। পাকিস্তান সুপার লিগের সবশেষ আসরে গতির ঝড় তোলে জাতীয় দলে জায়গা পান তিনি। এরপর ডাক পান আফগানিস্তানের বিপক্ষে সিরিজে। এবার মাঠে নামার সুযোগ পেয়ে গেলেন।
নিউজিল্যান্ড একাদশ: চ্যাড বোয়েস, উইল ইয়ং, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, মার্ক চ্যাপম্যান, হেনরি নিকোলস, জেমস নিশাম, রাচিন রবীন্দ্র, হেনরি শিপলি, ইশ সোধি ও ম্যাট হেনরি।
পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম-উল হক, বাবর আজম, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, নাসিম শাহ, হারিস রউফ ও ইহসানুল্লাহ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post