স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ সুপার এইট নিশ্চিত করল বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে নেপালকে হারিয়ে সুপার এইটে উঠেছে টাইগাররা। রোহিত পাউড়েল-সন্দ্বীপ লামিচানদের ৮৫ রানে অলআউট করে দিয়ে ২১ রানে জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
আগে ব্যাট করে ব্যাটিং ব্যর্থতায় ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এরপর বোলাররা এনে দিলেন রেকর্ড গড়া এই জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর চেয়ে কম রান করে জেতার নজির নেই আর কোনো। চার ম্যাচে ৩ জয় নিয়ে সুপার এইটের টিকেট নিশ্চিত করেছে টাইগাররা। এই প্রথম বিশ্বকাপের এক আসরে তিন ম্যাচ জিতল বাংলাদেশ।
আজ বাংলাদেশে আরেকটি কোরাবানির ঈদ। লো স্কোরিং ম্যাচ জিতে শান্ত-সাকিবরা দেশবাসীকে জানালেন ঈদ মোবারক! এদিকে ম্যাচ শেষে ব্রডকাস্টারকে শান্ত বলেন, ‘আমরা যেভাবে এই রাউন্ডে খেলেছি খুব খুশি। আশা করি আমাদের বোলিং পারফরম্যান্স এভাবে ঠিক রাখব। আমরা খুব বেশি রান করেছি তা না তবে আমরা বিশ্বাস করেছি যে আমরা জিততে পারব। ম্যাচে আমরা যেভাবে বোলিং করেছি, আমরা জানতাম উইকেট নিতে পারব এবং এই রানে জিততে পারব। ফিল্ডাররাও ভালো করেছে। আমাদের সবকিছুই ঠিক হয়েছে, পেস বোলাররা সত্যিই দারুণ করেছে। এই ফরম্যাটে বোলিং খুবই গুরুত্বপূর্ণ, আশা করি তারা এমনই থাকবে। এই ধরনের টুর্নামেন্টে মোমেন্টাম খুবই গুরুত্বপূর্ণ, আশা করি আমরা এটিকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে পারব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post