স্পোর্টস ডেস্কঃ চলতি মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। পবিত্র ঈদ-উল-ফিতরের পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসে পা রাখবে পাক যুবারা। চার দিনের একটি ম্যাচের সঙ্গে পাঁচটি একদিনের ও একটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।
সেই সিরিজের পূর্ণাঙ্গ সূচি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশ করেছে। সিরিজ খেলতে আগামী ২৬ এপ্রিল ঢাকায় পা রাখবে পাকিস্তানের যুব দল। এরপর সেখান থেকে চলে যাবে সরাসরি চট্টগ্রামে। এরপর ২৭, ২৮ ও ২৯ এপ্রিল করবে অনুশীলন।
এরপর ৩০ এপ্রিল বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার লাল বলের একমাত্র ম্যাচটি শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। যথাক্রমে ৬ ও ৮ মে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচও হবে সেখানে। এরপর দুই দল পাড়ি জমাবে রাজশাহীতে। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মে সিরিজের বাকি তিন ওয়ানডে খেলবে তারা। সবশেষ একই ভেন্যুতে ১৭ মে হবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি।
পাকিস্তানের বাংলাদশ সফরের সূচি:
৩০ এপ্রিল- ৩ মে – চার দিনের ম্যাচ; চট্টগ্রাম
৬ মে – ১ম ওয়ানডে ম্যাচ; চট্টগ্রাম
৮ মে – ২য় ওয়ানডে ম্যাচ; চট্টগ্রাম
১১ মে – ৩য় ওয়ানডে ম্যাচ; রাজশাহী
১৩ মে – ৪র্থ ওয়ানডে ম্যাচ; রাজশাহী
১৫ মে – ৫ম ওয়ানডে ম্যাচ; রাজশাহী
১৭ মে – একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ; রাজশাহী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post