নিজস্ব প্রতিবেদকঃ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। তবে জ্বরের কারণে বাংলাদেশ দলের ওপেনার লিটন দাস এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে ডাক পেয়েছেন দীর্ঘদিন দলের বাইরে থাকা এনামুল হক বিজয়।
বুধবার সকালে বিসিবি এক ইমেইল বার্তায় লিটন দাস ছিটকে যাওয়ায় তার পরিবর্তে দলে বিজয়ের অন্তর্ভুক্তির তথ্য জানিয়েছে। বিজয়কে দলে অন্তর্ভূক্ত করার ব্যাপারে জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘বিজয় ঘরোয়া ক্রিকেটে রান করছেন এবং আমরা তাকে সবসময় নজরে রেখেছি। সে সবসময়ই আমাদের বিবেচনায় ছিলেন। লিটনের অনুপস্থিতিতে উইকেট কিপিং করতে পারবে এমন একজন টপ অর্ডার ব্যাটসম্যান দরকার ছিল আমাদের। সে হিসেবেই আমরা বিজয়কে নিয়েছি।’
সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দ্বিতীয় সর্বোচ্চ ৮৩৪ রান করেছিলেন বিজয়। তিন সেঞ্চুরির পাশাপাশি ছিল তিন ফিফটি। যেখানে ব্যাটিং করেছিলেন ৯৭.৩১ স্ট্রাইক রেটে। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে তিন ম্যাচে সব মিলিয়ে তিনি করেছিলেন ৩০ রান। যার ফলে বাদ পড়েছিলেন দল থেকে। এবার মূলত ব্যাক-আপ ওপেনার হিসেবে সুযোগ পেলেন।
৪৪ ওয়ানডে ম্যাচ খেলা বিজয় ৩০.৫৮ গড় ও ৭৪.১৫ স্ট্রাইক রেটে রান করেছেন ১২৫৪। ওয়ানডে ক্রিকেটে ৩টি সেঞ্চুরি ও ৫টি ফিফটি তাঁর নামের পাশে। খুব দ্রুতই শ্রীলঙ্কার বিমান ধরবেন তিনি। বাংলাদেশ দল এশিয়া কাপে তাদের প্রথম ম্যাচ খেলবে আগামীকাল, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সাকিবদের পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে, আগামী ৩ সেপ্টেম্বর লাহোরে হবে সে ম্যাচ।
বাংলাদেশ দলঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নাঈম শেখ, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও এনামুল হক বিজয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post