স্পোর্টস ডেস্কঃ এবার উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বেন স্টোকস। এর আগে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন তিনি। এবার ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জিতলেন উইজডেন বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার।
২০২২ সালটা দারুণ কাটিয়েছেন স্টোকস। গত বছর তার নেতৃত্বে ইংল্যান্ড এক নতুন যুগে পা রেখেছে। তার অধিনায়কত্বে গত বছর ১০ টেস্টের ৯টিতেই জিতেছিল ইংলিশরা। গত বছর ১৫টি টেস্ট খেলেছেন স্টোকস। যেখানে ৩৬.২৫ গড় ও ৭১.৫৪ স্ট্রাইক রেটে করেছেন ৮৭০ রান। দুটি সেঞ্চুরির সঙ্গে তিনি ৪টি ফিফটিও করেছেন। আর বছরজুড়ে ৩১.১৯ গড়ে নিয়েছেন ২৬ উইকেট।
এদিকে অস্ট্রেলিয়ান বেথ মুনি দ্বিতীয়বারের মতো হয়েছেন উইজডেনের বর্ষসেরা নারী ক্রিকেটার। গত বছর ওয়ানডে ফরম্যাটে মুনি ১০০ গড়ে ব্যাট করেছেন। কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়ার সোনা জয় ও টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জয়ের অভিযানে তিনিই ছিলেন দলের সবচেয়ে বেশি রান করা ব্যাটার। অস্ট্রেলিয়ার অ্যাশেজ ধরে রাখায়ও তিনি রাখেন বড় অবদান। গত বছর ১০ ওয়ানডে খেলে তার গড় ছিল ১০০.৭৫, স্ট্রাইক রেট ৯৬.৪১! টি-টোয়েন্টিতে ১৩ ইনিংসে ৪৪৯ রান করেন ৫৬.১২ গড় ও ১৩৪.৪৩ স্ট্রাইক রেটে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post