স্পোর্টস ডেস্ক:: লা লিগার শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে। ম্যাচটির উত্তেজনা হয়তো খুব একটা নেই। তবুও মাঠে উত্তেজনা ছড়ালেন দুই দলের ফুটবলাররা। ম্যাচও বন্ধ থাকলো কিছু সময়। ঘটনাবহুল এমন ম্যাচে ভ্যালেন্সিয়া হারিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদকে।
করিম বেনজেমা, ভিনিসিউস জুনিয়ররা অ্যাওয়ে ম্যাচে টানা তিন হারই দেখলেন না, সঙ্গে যোগ হলো ভিনিসিউস জুনিয়রের লাল কার্ডও। উত্তেজনাকর ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে ভ্যালেন্সিয়া।
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া একাদশ থেকে কার্লো আনচেলিত্ত ছয়টি পরিবর্তন আনেন। তাতেও খুব একটা সুবিধা হলো না। ভ্যালেন্সিয়ার কাছেই হারতে হলো তার দলকে। দুই দলের খেলোয়াড়রা ম্যাচে উত্তেজনা ছড়িয়েছেন বেশ। এমনিক মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেছেন ভিনিসিউস জুনিয়রও।
ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই লিড নেয় ভ্যালেন্সিয়া। ম্যাচের ৩৩তম মিনিটেই জাস্টিন ক্লুইভার্টের পাস থেকে পাওয়া বল রিয়ালে জালে জড়িয়ে দেন দিয়েগো লোপেস। প্রথমার্ধের বাকীটা সময় লিড ধরে রাখে দলটি। ১-০ গোলে পিছিয়ে পড়ে বিরতিতে যেতে হয় রিয়াল মাদ্রিদকে।
বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে দুই দলই এগিয়ে যাওয়ার চেষ্টা করে। ফাউলের পর ফাউল করতে থাকেন ফুটবলাররা। উত্তেজনা ছড়িয়ে পড়ায় কিছুটা সময় ম্যাচও বন্ধ থাকে। তবুও কেউ গোলের দেখা পায়নি। ম্যাচের অন্তিম সময় মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন ভিনিসিউস জুনিয়র। যোগ করা সময়ের সপ্তম মিনিটে মাঠের বাইরে চলে যেতে হয় তাকে।
উত্তেজনা ছড়ানো ম্যাচে দ্বিতীয়ার্ধে কেউ গোলের দেখা পায়নি। ঘরের মাঠে সমর্থকের আনন্দে ভাসিয়ে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভ্যালেন্সিয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post