নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেষ বলের নাটকীয়তায় ১ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে লিজেন্ডেস অব রূপগঞ্জ। বিদেশি চিরাগ জনির অলরাউন্ডিং নৈপুণ্যে ঢাকা লিওপার্ডসকে হারিয়ে আসরে নিজেদের অষ্টম জয়ের দেখা পেয়েছে দলটি। বৃথা গেছে লিওপার্ডসের বিদেশি পাকিস্তানের উমর আমিনের সেঞ্চুরিসহ অলরাউন্ড নৈপুণ্য।
মিরপুরের হোম অব ক্রিকেটে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৭ রান সংগ্রহ করে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলের পক্ষে ৫০ বলে ৭ বাউন্ডারিতে সর্বোচ্চ ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেন আরব আমিরাতের ক্রিকেটার চিরাগ জনি।
৬৬ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৪ রানের ইনিংস খেলেন সাব্বির রহমান। ৭০ বলে ৩টি করে বাউন্ডারি ও ছক্কায় ৫২ রানের ইনিংস খেলেন পারভেজ হোসেন ইমন। শেষ দিকে ১০ বলে ২৫ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন মুক্তার আলি।
ঢাকা লিওপার্ডসের হয়ে মইন খান ৩টি, আরিফুল ইসলাম ও উমর আমিন ২টি করে উইকেট লাভ করেন।
২৬৮ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুটা একেবারেই ভালো ছিল না লিওপার্ডসের। মাত্র ৮ রানেই দুই উইকেট হারিয়ে বসে। ৩২ রানের মাথায় হারায় তৃতীয় উইকেট। এরপর ১৮৯ রানের দুর্দান্ত এক জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন উমর ও সাব্বির হোসেন। ৯১ বলে ১টি করে চার ও ছয়ের মারে ৬৪ রানের ধীর গতির ইনিংস খেলে সাব্বির ফিরলে, ভাঙে সেই জুটি।
শেষ দিকে আরও উইকেট হারালেও, ম্যাচে জয়ের দ্বারপ্রান্তেই চলে গিয়েছিল লিওপার্ডস। ইনিংসের একেবারে শেষ ওভারে ৭ রান প্রয়োজন ছিল জয়ের জন্য। কিন্তু চিরাগ জনির ওভার থেকে ৫ রান নিতে পারেন উমর ও সোহরাওয়ার্দী শুভ। প্রথম পাঁচ বলে পাঁচ সিঙ্গেলে রান নেন। একেবারে শেষ বলে রান নিতে গিয়ে আউট হন শুভ। ম্যাচ ড্র তো দূর, উল্টো ১ রানের হার দেখতে হয়। ১০ ম্যাচ খেলে আসরে এটি তাদের অষ্টম হার।
লিওপার্ডসের হয়ে ১৩৩ বলে ১২৮ রান করে অপরাজিত ছিলেন উমর আমিন। ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় সাজান নিজের এই ইনিংসটি। অধিনায়ক শুভ করেন ২৫ রান। মইনের ব্যাট থেকে আসে ১৯ রান।
রূপগঞ্জের হয়ে চিরাগ জনি ২ উইকেট লাভ করেন। সোহাগ গাজী ও রাজিবুল ইসলাম ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post