স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে বিশ্বকাপের আগ মূহুর্তে হবে এশিয়ান গেমস। আর সেখানে থাকছে ক্রিকেটও। ভারত সেই এশিয়ান গেমসের দল ঘোষণা করেছে। ধারণা করা হচ্ছে বিশ্বকাপে মূল পরিকল্পনার অংশ নন, এমন ক্রিকেটারদের নিয়েই দল দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
১৫ সদস্যের সেই দলের অধিনায়ক করা হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়কে। দলে জায়গা করে প্রথমবারের মতো ভারতের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পাচ্ছেন রিঙ্কু সিং। সবশেষ আইপিএলে দুর্দান্ত ব্যাটিং আলাদা নজর কেড়েছেন কলকাতা নাইট রাইডার্সের এই ক্রিকেটার।
ভারতের ঘোষিত শক্তিশালী সেই দলে আছেন যশস্বী জয়সুয়াল। আছেন ওয়াশিংটন সুন্দর, রাহুল ত্রিপাঠি, তিলক ভর্মা, রবি বিষ্ণুই, অর্ষদীপ সিংয়ের মতো ক্রিকেটার। অনেকটা নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায়, বিশ্বকাপের পরিকল্পনায় আপাতত কেউ নেই তারা।
মূল দলের বাইরেও স্ট্যান্ড বাই হিসেবে ক্রিকেটার রাখা হয়েছে আরও কয়েকজনকে। মূল দলে জায়গা না পেলেও স্ট্যান্ড বাই হিসেবে আছেন ভেঙ্কটেশ আইয়ার ও দীপক হুদা।
এশিয়ান গেমসের জন্য ভারত দল
ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সুয়াল, রাহুল ত্রিপাঠি, তিলক ভর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, প্রভসিমরন সিং, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণুই, আভেশ খান, অর্ষদীপ সিং, মুকেশ কুমার, শিবম মাভি ও শিবম দুবে।
স্ট্যান্ড বাই ক্রিকেটারঃ যশ ঠাকুর, সাই কিশোর, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুদা ও সাই সুদর্শন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post