স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান দল এখন বিশ্বের এক নম্বর দল। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দলগুলোকে পেছনে ফেলে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে পাকিস্তান সবার উপরে। নিউজিল্যান্ডকে টানা চার ওয়ানডেতে হারিয়ে শীর্ষে উঠেছে দলটি। চতুর্থ ম্যাচে ব্যাট হাতে সেঞ্চুরি করে দলকে জিতিয়ে শীর্ষে তুলেছেন অধিনায়ক বাবর আজম।
দলকে সবার উপরে তুলতে পেরে ভীষন উচ্ছ্বসিত পাকিস্তান অধিনায়ক। জানিয়েছেন, তিনি ভীষণ সম্মানিত হয়েছেন। পাকিস্তান এখন এক নম্বর দল, ভাবতেই তার কাছে অন্যরকম এক ভালো লাগছে। এই অর্জন সবার প্রচেষ্টায় সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ‘পাকিস্তান এখন এক নম্বরে রয়েছে। এজন্য দলটিকে অভিনন্দন জানাই। ভক্তদের সমর্থন, পাকিস্তান ক্রিকেট বোর্ডসহ দলীয় প্রচেষ্টার ফল এটি। বিশেষ করে গুরুত্বপূর্ণ মূহুর্তে দল যেভাবে পারফরম্যান্স করেছে, তার প্রশংসা না করে পারছি না।’
সম্মানিত বোধ করছেন জানিয়ে বাবর আরো বলেন, ‘এই অর্জন আমার জন্যও ভীষণ সম্মানের। আমি দলের এই মুহূর্তের সাক্ষী হতে পেরে গর্ববোধ করছি। আমরা দলীয়ভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং সকলে সেটি বিশ্বাস করে পারফরম্যান্স করেছেন। এ যাত্রায় আমরা নেতিবাচক বিষয়গুলো দূরে রাখার চেষ্টা করেছি। আমার বিপদের মুহুর্তে যারা পাশে থেকে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
নিজেকে ভীষণ সম্মানিত মনে করছেন মন্তব্য করে পাকিস্তান দলে যারা খেলছেন তারা বিশ্বের সেরা খেলোয়াড় জানিয়ে অধিনায়ক বাবর আজম বলেন, ‘আমি সকলকে বোঝানোর চেষ্টা করেছি যে, যারা এই দলে খেলছেন তারা বিশ্বের সেরা খেলোয়াড়। আমার সতীর্থরা এটিই বিশ্বাস করেছেন এবং সেই অনুযায়ী চেষ্টা করছেন। এই চেষ্টা এককভাবে নয়, দলীয় ভাবে। তাতেই মনে করি এমন অর্ঝন করতে পেরেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post