নিজস্ব প্রতিবেদকঃ পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। নবম আসরের শুরুটা হবে আজ ৬ জানুয়ারি থেকে। দুপুর ২টায় আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি লড়তে নামবে নবাগত সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুরের শের-ই বাংলায় ‘হোম অব ক্রিকেটে’ অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এই ম্যাচের আগে আলোচনায় বিভিন্ন খুঁটিনাটি বিষয়। যার মধ্যে অন্যতম বিপিএলের সাত দলের অধিনায়ক। ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। কারা দেবেন দলগুলোকে নেতৃত্ব। এবারের বিপিএলে অধিনায়কত্ব করতে যাওয়া ৭ ক্রিকেটার হলেন, মাশরাফী বিন মোর্ত্তাজা, সাকিব আল হাসান, ইমরুল কায়েস, ইয়াসির আলি রাব্বি, নুরুল হাসান সোহান, নাসির হোসেন ও শুভাগত হোম।
এর মধ্যে আসরের নবাগত দল সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক হিসেবে দেখা যাবে মাশরাফীকে। প্রথম আসরে ম্যাশের অধীনেই সবকিছু গুছিয়ে মাঠ মাতাতে দেখা যাবে চায়ের দেশকে। এদিকে গেলবারের মতো এবারও সাকিবের অধীনেই খেলবে ফরচুন বরিশাল। সবশেষ আসরে রানার্সআপ হয়েছিল বরিশাল।
এবারের আসরেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বে আছেন ইমরুল কায়েস। বিপিএলের দুইবারের শিরোপা জয়ী অধিনায়ক ইমরুল। বর্তমান চ্যাম্পিয়ন অধিনায়কও। এদিকে প্রথমবারের মতো অধিনায়কত্বে এসেছেন ইয়াসির আলি রাব্বি। তিনি নেতৃত্ব দেবেন খুলনা টাইগার্সকে। এই দলে ছিলেন তামিম ইকবাল। তবে টাইগারদের বাঁহাতি ওপেনার তামিমের সাথে পরামর্শ করেই রাব্বিকে অধিনায়ক করেছে খুলনা।
আবারও বিপিএলে ফিরেছে রংপুর রাইডার্স। প্রত্যাবর্তনের আসরে ফ্র্যাঞ্চাইজিটি সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল নুরুল হাসান সোহানকে। আর এই উইকেটরক্ষক ব্যাটারের হাতেই নেতৃত্ব তুলে দিয়েছে রাইডার্স শিবির। ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে সোহানের।
গেল আসরে দল না পাওয়া নাসির হোসেন এবারের বিপিএলে অধিনায়কত্ব করবেন। তিনি নেতৃত্ব দেবেন বিপিএলের নবাগত দল ঢাকা ডমিনেটর্সকে। নেতৃত্বে পরিবর্তন এনেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবারের আসরে দলটির নেতৃত্বে থাকবেন ঘরোয়ার ক্রিকেটের পরিচিত অধিনায়ক শুভাগত হোম চৌধুরি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post