স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে আবারো পয়েন্ট হারাল লিভারপুল। শনিবার চেলসির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে অলরেডরা। লিগে এ নিয়ে টানা তিন ম্যাচে জয়শূন্য রইলো ইয়ের্গুন ক্লপের দল। অন্যদিকে চেলসি একটি ড্র ও দুটি হারের পর গত ম্যাচে জয়ের দেখা পেয়েছিল। এবার আবারও হারাল পয়েন্ট।
এ ড্র’য়ে ১৯ ম্যাচে সমান ৮টি করে জয় ও ৫টি করে ড্র নিয়ে লিভারপুল-চেলসির পয়েন্ট সমান ২৯। গোল ব্যবধানে এগিয়ে আট নম্বরে লিভারপুল ও ১০ নম্বরে চেলসি। তাদের মাঝে আছে ব্রেন্টফোর্ড। ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। এক ম্যাচ বেশি খেলে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।
চেলসির বিপক্ষে ম্যাচ শেষে লিভারপুল কোচ ইয়ের্গুন ক্লপ বলছেন, এই ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্ট তাদের উন্নতির পথে ছোট একটি পদক্ষেপ। ক্লপ বলেন, ‘ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যাওয়ার জন্য তৈরি থাকতে হবে আমাদের এবং এটি তেমনই একটি ছোট পদক্ষেপ। চেলসির বিপক্ষে জাল অক্ষত রাখতে পেরেছি আমরা। খুব বেশি সুযোগ অবশ্য আমরা তৈরি করতে পারিনি, তবে ওরাও খুব বেশি সুযোগ পায়নি।’
লিভারপুল লিগে আগের দুই ম্যাচে হেরেছিল ব্রেন্টফোর্ড ও ব্রাইটনের কাছে। ক্লপের দল নিজেদের পরের ম্যাচ খেলবে ৪ ফেব্রুয়ারি উলভসের বিপক্ষে। একই দিন চেলসির প্রতিপক্ষ ফুলহাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post