স্পোর্টস ডেস্কঃ টেস্ট ও ওয়ানডের পর অবশেষে নিউজিল্যান্ডের মাটিতে কাঙ্ক্ষিত টি-টোয়েন্টি জয় পেল বাংলাদেশ। কিউইদের মাঠে ৯টি টি-টোয়েন্টি হেরে দশম ম্যাচে সফল হলো লাল-সবুজের প্রতিনিধিরা। বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৫ উইকেটের বড় জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশের বড় জয়ে নায়ক মেহেদি হাসান। বল হাতে দারুণ বোলিংয়ের পর ব্যাট হাতে দলকে জেতাতে রাখেন বড় অবদান। তাতে তিনি জিতলেন ম্যাচসেরার পুরষ্কার। ২০২২ সালে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন। এক বছরেরও বেশি সময় পর ফিরেই ম্যাচসেরা হলেন এ অলরাউন্ডার। ৫০তম আন্তর্জাতিক ম্যাচে এ পুরস্কার জিতলেন প্রথমবার।
নেপিয়ারে আজ টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান এসেছে জিমি নিশামের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ২৬ রানে ৩ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। জবাবে খেলতে নেমে ১৮ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
কিপটে বোলিংয়ে ১৪ রানে ২ উইকেটের পর অপরাজিত ১৯ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন অলরাউন্ডার মেহেদি। ম্যাচসেরার পুরষ্কার হাতে তিনি বলেন, ‘নিজের শক্তির জায়গা গুড লেংথে করেছি। ব্যাটিং-ও উপভোগ করেছি। শেষ করাই কাজ ছিল। আলহামদুলিল্লাহ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post