স্পোর্টস ডেস্কঃ চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছাড়লেন সাকিব আল হাসান। পারিবারিক প্রয়োজনে পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগ ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। পিসিবি বলেছে, জরুরি পারিবারিক কারণে সাকিবকে পেশোয়ার জালমি শিবির ছেড়ে যুক্তরাষ্ট্রে যেতে হচ্ছে। তার জায়গায় এই দলটিতে যোগ দিচ্ছেন আজমতুল্লাহ ওমরজাই।
সাকিবের বদলি ওমরজাই শিগগিরই যোগ দেবেন পেশোয়ারে। রোববার রাতে শেষ হওয়া সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে। সোমবার তিনি বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ারে যোগ দেওয়ার কথা রয়েছে। এদিকে পিএসএলে আজ কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে খেলবে পেশোয়ার।
পিএসএল ছাড়ার বিষয়ে সাকিব বলেছেন, ‘পারিবারিক কারণে সাময়িকভাবে আমাকে পিএসএল ছাড়তে হচ্ছে। আমি জানি, এখানে আমার অনেক ভক্ত আছেন। এখানে খেলতে তাই মুখিয়ে ছিলাম। তবে হতাশার কিছু নেই। আশা করছি, দ্বিতীয় পর্বে ফিরে আসতে পারবো।’
এবারের পিএসএলে করাচি কিংসের বিপক্ষে ২ রানে জেতে পেশোয়ার। তবে সাকিব ভালো করতে পারেননি ম্যাচটিতে। ব্যাটিংয়ে ১ বলে ১ রানে অপরাজিত থাকার পর বল হাতে ৩ ওভারে ৩২ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। পরের ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে সাকিবকে একাদশে রাখেনি পেশোয়ার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post