স্পোর্টস ডেস্কঃ চলতি মাসেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নামছে পাকিস্তান জাতীয় দল। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে। আরব আমিরাতকে নিজেদের ঘরের মাঠ বানিয়েছে সম্প্রতি আফগানরা। তাই এই সিরিজটিতে তাদের হোম টিম হিসেবে খেলবে।
আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজের জন্য অন্তবর্তীকালীন কোচ নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক সিরিজের জন্য মোহাম্মদ ইউসুফকে নিয়োগ দিতে যাচ্ছে কোচ হিসেবে। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও, খুব শীঘ্রই আসবে বলে জানাচ্ছে পাকিস্তানের গণমাধ্যম।
মূলত মিকি আর্থারকে পুনরায় প্রধান কোচ হিসেবে পেতে চায় পিসিবি। তবে এখনও আর্থারের সাথে কিছুই চূড়ান্ত হয়নি। তাই আপাতত ইউসুফকে দিয়ে কাজ চালিয়ে নিতে চায় পাকিস্তান। একইসাথে কোচিং স্টাফে আরও অন্যান্য স্থানীয় কোচরাও থাকবেন বলে শোনা যাচ্ছে।
এর আগে পাকিস্তান জাতীয় দলে ব্যাটিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে মোহাম্মদ ইউসুফের। এছাড়া কাজ করেছেন বয়স ভিত্তিক দলের পরামর্শক হিসেবেও। এবার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের প্রধান কোচ হিসেবে কাজ করতে যাচ্ছেন ইউসুফ।
আফগানিস্তান-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে আগামী ২৫ মার্চ। সিরিজের পরের ম্যাচ ২৭ মার্চ। একই ভেন্যুতে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে ২৯ মার্চ। সবগুলো ম্যাচ হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post