স্পোর্টস ডেস্ক:: ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা হয়নি। টানা দুই হারে শিরোপা বঞ্চিত হওয়া আর্সেনাল জয়ে ফিরেছে রীতিমতো গোল উৎসব করে। উলভারহ্যাম্পটনকে গুণে গুণে পাঁচ গোল দিয়ে মৌসুম শেষ করেছে দলটি।
রোববার রাতের ম্যাচে আর্সেনাল প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে। প্রথমার্ধের তিন গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের দুই গোলে ৫-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে।
রোববার রাতের ম্যাচে আর্সেনাল প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে। প্রথমার্ধের তিন গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের দুই গোলে ৫-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে।
পরপর দুই হারে শিরোপার লড়াইয়ে ম্যানসিটির কাছে হেরে যাওয়া আর্সেনাল জয় দিয়ে শেষ করলো লিগ। প্রথমার্ধের তিন গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের দুই গোলে উলভারহ্যাম্পটনকে উড়িয়ে দিয়েছে ৫-০ ব্যবধানে। যদিও মাঠের লড়াইয়ে দুই দল প্রায় সমানে সমান ছিলো। তবে গোল আদায়ে এক তরফা আধিপত্য দেখিয়েছে মিকেল আর্তেতার দল।
ম্যাচের ১১তম মিনিটেই গ্রানিট জাকার গোলে ১-০ লিড নেয় রানার্সআপরা। মিনিট দুই পর সুইডিশ এই তারকার গোলে ব্যবধান ২-০ করে দলটি। ১৪তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন জাকা। মিনিট দশেক পর ইংলিশ তারকা বুকায়ো সাকা ব্যবধান করে ফেলেন ৩-০। প্রথমার্ধে বড় ব্যবধানে পিছিয়ে উলভারহ্যাম্পটন আর ঘুরে দাঁড়াতে পারেনি। এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্সেনাল।
বিরতির পর আরো দুর্দান্ত হয়ে উঠে দলটি। ৫৮তম মিনিটে গ্যাব্রিয়েল জেসুস গোলের হালি পূর্ণ করেন। ৪-০ ব্যবধানে এগিয়ে যাওয়া আর্সেনাল উলভারহ্যাম্পটনের কফিনে শেষ পেরেক ঠুঁকে দেয় ম্যাচের ৭৮তম মিনিটে। পুলিশ তারকা জাকুব কিভিওর গোলে আর্সেনালের ৫-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post