স্পোর্টস ডেস্ক:: কোপা আমেরিকায় গ্রুপ চ্যাম্পিয়ন হতো পারলো না ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে রাফিনহার গোলে লিড নিয়েও হাতাশায় মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলিয়ানদের। দুর্দান্ত কলম্বিয়া ব্রাজিলকে রুখে দিয়েছে ১-১ গোলে।
কলম্বিয়ার সঙ্গে জিততে না পারায় ব্রাজিল গ্রুপ রানার্সআপ হয়েছে। কোয়ার্টারফাইনালে তাদেরকে খেলতে হবে উরুগুয়ের বিপক্ষে। দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে কোপা আমেরিকার ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া। এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ ব্রাজিল।
ম্যাচে দুই দল সমানে সমান লড়াই করেছে। ব্রাজিল শুরুতে লিড নিলেও ধরে রাখতে পারেনি। কলম্বিয়া বিরতির আগেই ম্যাচে ফিরেছে। ম্যাচের শুরুতে লিড নিলেও কোয়ার্টারফাইনালের জন্য ভিনিসিউস জুনিয়রকে হারিয়েছে দলটি। হামেস রদ্রিগেসকে অহেতুক ফাউল করে হলুদ কার্ড দেখেন ভিনিসিউস জুনিয়র। কার্ড খাড়ায় কোয়ার্টার-ফাইনালে খেলা হবে না তার।
ব্রাজিল ম্যাচের ১২তম মিনিটে রাফিনহার গোলে লিড নেয়। ১-০ এগিয়ে যাওয়া দলটি প্রথমার্ধ পর্যন্ত লিড ধরেও রাখে। তবে বিরিতর আগেই কলম্বিয়া সমতায় ফেরে। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দানিয়েলের গোলে ম্যাচের স্কোর লাইন ১-১ করে দলটি। সমতায় ম্যাচ রেখে বিরতিতে যায় দুই দল।
বিরতির জয়ের জন্য ব্রাজিল চেষ্টা করে বেশ। একাধিক আক্রমণও করে। তবে কলম্বিয়ার ডিফেন্সে চিড় ধরাতে পারেনি। কলম্বিয়াও আর গোল দিতে পারেনি। শেষ পর্যন্ত তাই পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ে দুই দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post