স্পোর্টস ডেস্কঃ সবশেষ ফুটবল বিশ্বকাপ থেকে বাংলাদেশ ও আর্জেন্টিনার সম্পর্ক অন্য মাত্রায় গিয়ে ঠেকেছে। কেননা বিশ্বকাপে আলবিসেলেস্তেদের যেভাবে সমর্থন করেছে লাল-সবুজের দেশ, সেটা ছিল অনবদ্য। বাংলাদেশি ভক্তদের বিভিন্ন পাগলামো সমর্থন শিরোনাম হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে।
এমন অকুন্ঠ ভালোবাসা ও সমর্থনের প্রশংসা করেছেন আর্জেন্টিনার মানুষেরা। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ও সুপারস্টার লিওনেল মেসি পর্যন্ত এমন সমর্থনকে প্রশংসা করেছেন। এবার আরও একবার আর্জেন্টিনার মানুষের ভালোবাসায় সিক্ত হলো বাংলাদেশ।
আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগে মাঠের মধ্যে বাংলাদেশের পতাকা সামনে এনে ধন্যবাদ ও সম্মান জানানো হয়েছে। মাঠে হাজার হাজার সমর্থক উপস্থিত ছিল এসময়। সবার সামনেই বাংলাদেশকে জানানো হয়েছে সম্মান।
আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগের ভেরিফাইডকৃত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে সেই মূহুর্ত। যেখানে লেখা হয়েছে, ‘ধন্যবাদ বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়ন লিগ চিরকৃতজ্ঞ থাকবে।’ ছবিতে দেখা যায়, বাংলাতেও ‘ধন্যবাদ’ লেখা হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post