স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাদের নিয়ে খেলবে অস্ট্রেলিয়া। নিয়মিত একাদশের পাঁচ জন ক্রিকেটারই নেই বৈশ্বিক এই আসরে। সবশেষ নিজেকে স্বেচ্ছায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে সরিয়ে নিয়েছেন মূল পেসার মিচেল স্টার্ক। অজিদের নিয়মিত পেসারদের কেউই থাকলেন না স্কোয়াডে।
চ্যাম্পিয়ন্স ট্রপির দলে আগে থেকেই নেই প্যাট কামিন্স, জশ হ্যাজউলড, মার্কাস স্টয়নিস ও মিচেল মার্শ। এবার স্টার্ক নিজেকে সরিয়ে নেওয়ায় অজি দল অনেকটা তারকা শুন্যই হয়ে পড়ছে। অভিজ্ঞ এই পাঁচ তারকার বদলে এবার কিছুটা অনভিজ্ঞ নতুন ক্রিকেটারদেরকে নিয়েই মাঠে নামতে হবে অস্ট্রেলিয়াকে।
কামিন্স-হ্যাজলউড দুজনই সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে চোটে পড়েছিলেন। যার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই তারা। স্টয়নিস ও মিচেল মার্শও নেই। তবে কি কারণে শেষ মূহুর্তে নিজেকে সরিয়ে নিলেন স্টার্ক সেটা নিয়েই এখন চলছে আলোচনা। তবে অজি ক্রিকেট বোর্ড বা স্টার্ক নিজে এ নিয়ে কোনো মন্তব্য করেননি।
আগে থেকেই অ্যাঙ্কেলে পাওয়া চোটে আছেন কামিন্স। হ্যাজলউডের নিতম্বে অস্বস্তির পাশাপাশি ও পায়ের পেশিতেও টান ধরেছে। হঠাৎ করেই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার স্টয়নিস।মিচেল মার্শ পিঠের চোটে আছেন দীর্ঘ দিন থেকেই। অস্ট্রেলিয়া দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেকটা ছন্নছাড়া হয়ে গেছে। ৫ ক্রিকেটারের বদলি হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির দলে এসেছেন—শন অ্যাবট, বেন ডোয়ারশিস , জ্যাক ফ্রেজার–ম্যাগার্ক, স্পেনসার জনসন ও তানভীর সাংহা।
চ্যাম্পিয়ন্সট্রফির অস্ট্রেলিয়া দল:
স্টিভ স্মিথ (অধিনায়ক) অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, অ্যাডাম জাম্পা, শন অ্যাবট, বেন ডোয়ারশিস , জ্যাক ফ্রেজার–ম্যাগার্ক, স্পেনসার জনসন ও তানভীর সাংহা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০