স্পোর্টস ডেস্কঃ আন্দ্রে রাসেল ও সুনিল নারিনের পর আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে খেলবেন রশিদ খান। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।
২০১৬ সালে কুমিল্লার হয়েই রশিদের বিপিএল অভিষেক হয়। সেবার ৭ ম্যাচে তার শিকার ছিল ৬ উইকেট। পরের আসরে একই দলের হয়ে ২২ গজ মাতান তিনি। এবার ৮ ম্যাচে নেন ১৩ উইকেট। এরপরই সাড়া ফেলেন ক্রিকেট দুনিয়ায়। এবার বিপিএলের আসন্ন আসরকে সামনে রেখে আবারও তাকে দলে টেনেছে কুমিল্লা।
এদিকে ইতোমধ্যে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানকে দলে ভেড়ানোর কথা জানিয়েছিল কুমিল্লা। একই দিনে ফ্র্যাঞ্জাইজিটি ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকেও দলে ভেড়ানোর খবর নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছিল কুমিল্লা।
Comilla Victorians roped in Afghanistan's cricket star Rashid Khan for the upcoming edition of the Bangladesh Premier League (BPL).#CumillaVictorians #RashidKhan #snpsports24 pic.twitter.com/CQJFuwJob5
— SNPSports24 (@SnpSports24) September 20, 2023
জানুয়ারির প্রথম সপ্তাহে বিপিএলে হওয়ার কথা থাকলেও জাতীয় নির্বাচনের কারণে সেটি আপাতত হচ্ছে না। ধারণা করা হচ্ছে নির্বাচনের পর অর্থাৎ জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে পর্দা উঠতে পারে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের। এর আগে ২৪ সেপ্টেম্বর রেডিসন ব্লুতে হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।
এদিকে ড্রাফটের আগে কুমিল্লা আরও দলে নিয়েছে উইকেটকিপার ব্যাটার লিটন দাস, স্পিনার তানভির ইসলাম ও পেসার মুস্তাফিজুর রহমানকে। এদিকে দেশি ক্রিকেটার হিসেবে সরাসরি চুক্তি করা হয়েছে তাওহীদ হৃদয়কে। গত আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন তরুণ এই ব্যাটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post