স্পোর্টস ডেস্কঃ প্রাক-মৌসুম প্রস্তুতি সফরে যুক্তরাষ্ট্রের ডালাসে গত শনিবারের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে ৩-০ গোলে হারে রিয়াল মাদ্রিদ। এবার জুভেন্টাসের বিপক্ষেও ৩ গোল হজম করল কার্লো আনচেলত্তির দল। প্রাক-মৌসুম প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রে খেলা নিজেদের শেষ ম্যাচে আজ জুভদের বিপক্ষে রিয়াল হেরেছে ৩-১ গোলে।
ফ্লোরিডার অরল্যান্ডোতে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হয় গোল দিয়ে। রিয়াল হজম করে ম্যাচের প্রথম গোল। খেলার শুরুর মিনিটে ময়জে কিনের গোলে জুভেন্টাসের লিড। এরপর তুরিনের বুড়ি খ্যাত দলটির জার্সিতে প্রথম গোল পেয়েছেন মার্কিন তারকা টিমোথি উইয়াহ। ২০ মিনিটে যুক্তরাষ্ট্র–সতীর্থ ওয়েস্টন ম্যাকেনির পাস থেকে করা উইয়াহর গোলে ২-০ গোলে এগিয়ে যায় ইতালির ক্লাবটি।
২-০ গোলে পিছিয়ে পড়া রিয়াল প্রথমার্ধে শোধ দেয় এক গোল। ৩৮ মিনিটে টনি ক্রুসের দুর্দান্ত পাস থেকে ব্যবধান কমিয়েছিলেন রিয়ালের নতুন ৭ নম্বর ভিনিসিয়ুস জুনিয়র। জুভেন্টাস শেষ গোলটি পায় ম্যাচের যোগ করা সময়ে, গোলদাতা দুসান ভ্লাহভিচ। ৩-১ গোলে হারের স্বাদ পায় রিয়াল।
প্রাক-মৌসুম প্রস্তুতি সফরে এর আগে অবশ্য প্রথম দুটি প্রস্তুতি ম্যাচে এসি মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছিল রিয়াল। তবে আনচেলত্তির দল বার্সার বিপক্ষে খেই হারায়। এবার জুভদের বিপক্ষেও হজম করল ৩ গোল। আগামী ১২ আগস্ট লা লিগায় মাঠে নামবে সাবেক লিগ চ্যাম্পিয়নরা। লিগে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post