স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকার আগে নিজেদের আরও একটু ঝালিয়ে নিতে চলতি মাসেই (মার্চ) দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মাটিতে লিওনেল স্কালোনির শিষ্যরা এল সালভাদর ও কোস্টারিকার মোকাবিলা করবে। তবে ম্যাচ দুটিতে দলটির তারকা ফুটবলার পাওলো দিবালাকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ক্লাব রোমার হয়ে অনুশীলনের সময় চোট পেয়েছেন এই ফরোয়ার্ড।
আগামী জুন-জুলাইয়ে আসন্ন কোপা আমেরিকার আগে সবশেষ আন্তর্জাতিক বিরতিতে চলতি মার্চেই দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। আর ম্যাচগুলো কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামতে যাওয়া আর্জেন্টিনার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। আর এমন ম্যাচের আগে পূর্ণ শক্তির দল না পাওয়া আর্জেন্টিনার জন্য অস্বস্তির। এদিকে দলটির অধিনায়ক লিওনেল মেসিও চোট পেয়েছেন বলে জানা গেছে। এমনকি মার্চের ফিফা উইন্ডোতে তাঁর খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
এদিকে ক্লাব রোমার হয়ে শুক্রবার অনুশীলনের সময় ডান পায়ের পেশিতে ওই চোট পান দিবালা। কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। আসছে দুই ম্যাচে ৩০ বছর বয়সী ফুটবলারকে না পাওয়ার কথা শনিবার সামাজিক মাধ্যমে জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত ২৬ সদস্যের দল থেকে এর আগে ছিটকে পড়েন ডিফেন্ডার মার্কোস সেনেসি। বোর্নমাউথের হয়ে খেলার সময় চোট পান তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post