স্পোর্টস ডেস্কঃ এশিয়ান গেমসে বাংলাদেশ নারী দলের কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন সাইফুল বারী টিটু। ঘরোয়া ক্লাব ও জাতীয় দলের দায়িত্ব পালন করা টিটুকে এবার সাবিনা-কৃষ্ণাদের ডাগ আউট সামলানোর দায়িত্ব দেওয়া হচ্ছে।
বাংলাদেশ জাতীয় ও বয়সভিত্তিক নারী ফুটবল দলের দায়িত্ব ছাড়েন গোলাম রব্বানী ছোটন। যার ফলে খালি হয়ে যায় কোচিং পদ। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে কোচের দায়িত্ব পালন করেন, ছোটনের দীর্ঘদিনের সহকারী মাহবুবুর রহমান লিটু।
তবে নারী দলের কোচিং বদল আসার পাশাপাশি পারফরম্যান্সেও বদল এসেছে। নেপালের বিপক্ষে ভালো করতে পারেনি বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজটি এসেছে। এবার নারী দলের পরবর্তী এসাইনমেন্ট এশিয়ান গেমস।
সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের শেষ দিকে শুরু হবে এশিয়ান গেমস। চীনের হাংজুতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ১৯তম আসর। আসরে ১৮টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। যারই একটি হলো ফুটবল। এই ইভেন্টের জন্য ইতিমধ্যেই বাংলাদেশ নারী দল ঘোষণা করা হয়েছে।
এবার নতুন কোচ নিয়োগ দেওয়া হলো। সাইফুল বারী টিটুকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আসন্ন এশিয়ান গেমসে নারী দলের ডাগআউট সামলাবেন দেশের পরীক্ষিত এই কোচ। জাতীয় পুরুষ ফূটবল দলের সাবেক এই কোচকে নিয়োগ দেওয়ার কথা অবশ্য এখন অব্দি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বাফুফের পক্ষ থেকে। তবে খুব শীঘ্রই জানানো হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post