স্পোর্টস ডেস্কঃ নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে পাকিস্তানের এশিয়া কাপ। ঘরের মাঠে বুধবার প্রতিযোগিতার এবারের আসরে প্রথম ম্যাচে টস জিতেছেন দলটির অধিনায়ক বাবর আজম। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
নেপালের বিপক্ষে ম্যাচে পেস আক্রমণে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফদের রেখেছে পাকিস্তান। স্পিন আক্রমণে শাদাব খানের সঙ্গে আছেন মোহাম্মদ নওয়াজ। আর পার্ট টাইম স্পিন অলরাউন্ডার হিসেবে খেলবেন ইফতিখার আহমেদ।
পাকিস্তানের ওপেনিং করছেন ফখর জামান ও ইমাম উল হক। তিনে খেলবেন বাবর আজম। তারা তিনজনই দারুণ ছন্দে আছেন। ব্যাটিং অর্ডারে জায়গা পেয়েছেন আগা সালমান। সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে দারুণ খেলেছে এশিয়ার সাবেক চ্যাম্পিয়নরা।
পাকিস্তানের একাদশঃ ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।
নেপাল একাদশঃ কুশল ভুর্টেল, আসিফ শেখ, রোহিত পাউডেল, আরিফ শেখ, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরি, গুলসান ঝা, সোমপাল কামি, করণ কেসি, সন্দীপ লামিচানে ও ললিত রাজবংশী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post