স্পোর্টস ডেস্ক:: সংসদ সদস্য পদ হারানো সাকিব আল হাসানের খেলা না খেলা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানিয়েছে, তারা কেবল খেলোয়াড় হিসেবেই বিবেচনা করেছেন। ক্রিকেট মেধার কারনেই সাকিব পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সুযোগ পেয়েছেন।
রানিং প্লেয়ার থাকা অবস্থায় কারো রাজনীতিতে যোগ দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন প্রধান নির্বাচক। সঙ্গে জানিয়েছেন, সাকিব এবছর সবগুলো টেস্টই খেলবেন। নাজমুল হোসেন শান্তর দল ৮ টেস্ট খেলবে চলতি বছর। বিসিবিকে আগেই সাকিব জানিয়েছেন, তিনি সবগুলো ম্যাচ খেলবেন। অনুশীলনও করবেন।
সরকার পতনের পর অনেকেই সরকারি দলের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে আর দলে চাচ্ছেন না। কিন্তুু নির্বাচকেরা বলছেন, তাদের বিবেচনায় অন্য কিছু নয়, মাঠের পারফরম্যান্সই মূল্যায়ন পেয়েছেন। সাকিবের চোখের সমস্যাও জানা নেই বিসিবির। চিকিৎসকরা এমন কিছু বলেননি নির্বাচকদের। গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘আমাদের চিকিৎসক দল থেকে এমন কিছু (চোখের সমস্যা) শুনিনি। বিশ্ব যেমন স্বীকার করছে, সে ওয়ান অব দ্য বেস্ট অলরাউন্ডার, গত ২৫ বছরে। আমি সেই মতামতের সঙ্গেই যাচ্ছি। শুধু বোলার হিসেবে ধরব, সেই দুঃসাহস আমার নেই।’
এ বছর টাইগারদের ৮ টেস্টের সবগুলোই খেলবেন সাকিব জানিয়ে প্রধান নির্বাচক আরো বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজের সময় তার কাছে আমরা সংক্ষিপ্ত পরিকল্পনা জানতে চেয়েছিলাম। আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে, ডিসেম্বর পর্যন্ত আটটা টেস্ট খেলব। সেখানে সে আমাদের আশ্বস্ত করেছে, সবগুলো টেস্ট খেলবে। প্রত্যেকটা সিরিজের আগে সব অনুশীলন সেশনে থাকবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০