স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ বাছাই এশিয়া হকি ‘ফাইভ এ সাইড’ টুর্নামেন্টে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ নারী হকি দল। শুক্রবার প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে আজ সকালেই ইন্দোনেশিয়ার কাছে ৭-৪ গোলে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
চাইনিজ তাইপের বিপক্ষে রাতে বাংলাদেশের মেয়েরা ১০–৫ গোলে জিতেছে। ওমানের সালালাহতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই তারা ৫-৩ গোলের লিড পেয়ে যায়। পরের অর্ধে আরও পাঁচ গোল করে ফাইভ এ সাইড হকির প্রথম জয় আদায় করে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশ দলের অর্পিতা ৬টি গোল করেছেন।
এছাড়া ৪ গোল করে ম্যাচসেরার পুরস্কার জিতেন রিয়া। এর আগে ইন্দোনেশিয়ার ম্যাচে তিন গোল করেন অর্পিতা। এদিকে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে আগামীকাল (শনিবার) বাংলাদেশের প্রতিপক্ষ ইরান ও ওমান। এরপরের দিন (রোববার) বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post