স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে পারফর্ম্যান্সে এখন দারুণ দল বাংলাদেশ। এই ফরম্যাটে সবচেয়ে বেশি সাফল্য টাইগারদের। যে কয়টা দল ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগে পারফর্ম করে আগে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে, তাদের একটা বাংলাদেশ। সুযোগ ছিল সুপার লিগে শীর্ষে থেকে শেষ করার। তবে সেটা হয়নি।
ওয়ানডে সুপার লিগে ১৫৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থেকে শেষ করেছে বাংলাদেশ। সমান পয়েন্ট থাকলেও, রান রেটে এগিয়ে থেকে দুই নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড। ১৭৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে শেষ করেছে নিউজিল্যান্ড। সবার সাথে টেক্কা দিয়ে সেরা তিনে থাকা বাংলাদেশের জন্য দারুণ কিছুই।
তবে এমন পারফর্ম্যান্সেও সন্তুষ্ট না বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। শীর্ষে অথবা শীর্ষ দুইয়ে থাকা লক্ষ্য ছিল টাইগার অধিনায়কের। আরও কিছুটা ভালো করতে না পারার আক্ষেপ সঙ্গী হয়েছে তামিমের। তবে ভুল থেকে ইতিবাচকতার সহিত শিক্ষা নিতে চান তিনি। বিশ্বকাপের আগে থাকা আফগানিস্তান সিরিজ, এশিয়া কাপ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ভুলগুলো শুধরাতে চান।
তামিম বলেন, ‘সন্তুষ্ট বলব না, আমরা শীর্ষ তিনের মধ্যে একটা দল। কিন্তু আমাদের সুযোগ ছিল আরেকটু ভালো করার। হয়তো দুই বা শীর্ষে থাকতে পারতাম।’
বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘খুব ইতিবাচকভাবে আমরা কোয়ালিফাই করেছি (বিশ্বকাপে)। এই সিরিজ আছে, এশিয়া কাপ, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের ব্যাপারে কথা চলছে, এই সিরিজগুলো গুরুত্বপূর্ণ প্রস্তুতির জন্য। যেসব জায়গায় দুর্বলতা আছে, ওইসব জায়গায় যতটুকু ভালো করা যায়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post