স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচের সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসজিডি) বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে সেই ম্যাচ। ম্যাচের আগের দিনই একাদশ ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান দুই দলই।
তবে অস্ট্রেলিয়ার একাদশে আসেনি কোনো পরিবর্তন। বক্সিং ডে টেস্টে মেলবোর্নে যে একাদশ নিয়ে খেলতে নেমেছিল অজিরা, সেই একই একাদশ নিয়ে তৃতীয় টেস্টে মাঠে নামবে দল। ধরে রেখেছে উইনিং কম্বিনেশন।
স্বাগতিক দলের অন্যতম বড় তারকা ডেভিড ওয়ার্নারের এটি বিদায়ী টেস্ট ম্যাচ। এই ম্যাচ খেলেই সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরে চলে যাবেন বাঁহাতি ওপেনার। এছাড়া প্রতি বছরের মতো এবারও পিংক টেস্ট হচ্ছে। মূলত সাবেক অজি তারকা গ্লেন ম্যাকগ্রা ফাউন্ডেশন স্তন ক্যান্সারে আক্রান্তদের জন্য ফান্ড রাইজিং করেন এই টেস্ট ম্যাচ থেকে।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে দারুণ জয় দেখেছে অস্ট্রেলিয়া। তাই সিরিজ ইতিমধ্যেই ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে কামিন্সের দল। এবার স্বাগতিকদের সামনে সুযোগ প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার। ওয়ার্নারের বিদায়ী সিরিজ এতে স্মরণীয় হয়ে থাকবে।
অস্ট্রেলিয়া একাদশ
প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস ল্যাবুশানে, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজেলউড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post