স্পোর্টস ডেস্কঃ ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) প্লে অফ নিশ্চিত করেছে এমআই এমিরেটস। মোহাম্মদ ওয়াসিমের ফিফটির পর অধিনায়ক কাইরন পোলার্ডের ঝড়ের সাথে ব্রাভো-তাহিরদের বোলিং নৈপুণ্যে আবুধাবি নাইট রাইডার্সকে ১৮ রানে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৪ উইকেটে ১৮০ রান করে এমআই এমিরেটস। ওয়াসিমের ফিফটিতে বড় রানের ভিত পায় এমিরেটস। ৪৩ বলে ১ চার ও ৬ ছক্কার মারে সর্বোচ্চ ৬০ রান করেন তিনি। শেষ দিকে ১৭ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৪৩ রানে ক্যামিও ইনিংস খেলে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন পোলার্ড। এ ছাড়া ২৩ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৩ রান করেন লরকান টাকার।
আবুধাবির হয়ে ১টি করে উইকেট নেন মার্চেন্ট ডি ল্যাং, সুনীল নারাইন ও সাবির আলী।
১৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৬২ রানেই অলআউট হয় আবুধাবি। একমাত্র আন্দ্রে রাসেল ছাড়া আবুধাবির হয়ে ব্যাট হাতে কেউ ভালো করতে পারেনি। রাসেল মাত্র ২২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন। সঙ্গী হিসেবে কাউকে না পাওয়াতে অনেকটা কাছে গিয়ে থামতে হয়েছে। জো ক্লার্ক দ্বিতীয় সর্বোচ্চ ১৭ বলে ৩ চারের মারে ২২ রান করেন।
এমিরেটসের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ডোয়াইন ব্রাভো। ২টি করে উইকেট নেন ইমরান তাহির ও জাহুর খান।
টুর্নামেন্টে একমাত্র দল আবুধাবি যারা একটি ম্যাচও জেতেনি এখন পর্যন্ত। অথচ খেলে ফেলেছে ৯ ম্যাচ। একমাত্র পয়েন্ট এসেছে বৃষ্টির বদৌলতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post