স্পোর্টস ডেস্ক:: আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স সাকিব আল হাসানের বদলী নিয়েছে। সাকিবের জায়গায় কলকাতা দলে নিয়েছে ইংলিশ ক্রিকেটার জেসন রয়কে। তবে লিটন নিজের নাম প্রত্যাহার না করায় তার জায়গায় কাউকে দলে নিতে পারেনি কলকাতা।
কলকাতা নাইট রাইডার্স সাকিবকে তার নাম প্রত্যাহারের অনুরোধ করে। বিসিবি থেকে আইপিএলের জন্য ছাড়পত্র না পাওয়ায় সাকিবও নিজের নাম প্রত্যাহার করে নেন। এরপরেই ওপার বাংলার ফ্র্যাঞ্চাইজিটি বাংলাদেশী এই অলরাউন্ডারের বদলী নিলো।
তবে আয়ারল্যান্ড সিরিজের পর বিসিবির ছাড়পত্র পাবেন, সেজন্য লিটন দাস নিজের নাম প্রত্যাহার করেননি। তাকেও নাম প্রত্যাহারের অনুরোধ করেছিলো ফ্র্যাঞ্চাইজিটি। ফলে চলমান টেস্টের পর লিটন আইপিএলে যাবেন সেটা অনেকটা নিশ্চিত।
জেসন রয়কে ২ কোটি ৮০ লাখ টাকা দিয়ে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। জাতীয় দলের ব্যস্ত সূচির জন্য বোর্ড সাকিবকে ছাড়েনি। কারণ আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ শেষেই ইংল্যান্ড সিরিজ আছে আইরিশদের বিপক্ষে।
আগামি ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ দল। তার আগে আছে প্রস্তুুতি ম্যাচও। অন্য দিকে আইপিএল শেষই হবে ২৮ মে। ফলে আইপিএলে পুরো সময় খেলার সুযোগ নেই সাকিবের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post