স্পোর্টস ডেস্কঃ আঁটসাঁট বোলিংয়ে আফগানিস্তানের রানার চাকা চেপে ধরেন মেহেদি হাসান মিরাজ। প্রথম ৭ ওভারে ১ উইকেট শিকার করা এই অফস্পিনার দ্বিতীয় স্পেলে বল হাতে নিয়ে উইকেটের দেখা পেলেন দুই বার। তাঁর তৃতীয় শিকার হয়ে ফিরলেন আফগান ক্রিকেটার মুজিব উর রহমান। দলীয় ১৫৭ রানে ৯ উইকেট হারিয়েছে হাশমাতউল্লাহ শহিদীর দল।
পরপর তিন ওভারে তিন উইকেট হারায় আফগানিস্তান। বড় শট খেলার চেষ্টায় বোল্ড হয়ে ফিরে গেলেন মুজিব। দারুণ বোলিং করা মিরাজকে ছক্কায় ওড়াতে চেয়েছিলেন তিনি। কিন্তু বলের লাইনে যেতে পারেননি, এলোমেলো হয়ে যায় স্টাম্প। ৪ বলে ১ রান করেন মুজিব।
এর আগে বোলিংয়ে ফিরেই সাফল্য পান মিরাজ। অফ স্পিনারের বলে বোল্ড হন রশিদ খান। আজমতউল্লাহ ওমারজাইয়ের সঙ্গে জুটি গড়ার চেষ্টায় ছিলেন তিনি। সেটা ভেঙে যায় মিরাজের চমৎকার এক ডেলিভারিতে। অফ স্টাম্প ঘেঁষা বল লেগে ঘুরাতে চেয়েছিলেন রশিদ। ঠিক মতো পারেননি, ব্যাটের কানায় লেগে আঘাত হানে স্টাম্পে!
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post