স্পোর্টস ডেস্ক:: বায়ার্ন মিউনিখের জার্সিতে অভিষেকটা সুখকর হলো না হ্যারি কেইনের। তার অভিষেকের রাতেই জার্মান সুপার কাপের ফাইনালে লাইপজিগের কাছে বিধস্ত হলো বায়ার্ন। প্রতিপক্ষেক উড়িয়ে সুপার কাপের ফাইনালে হ্যাটট্রিক করে বায়ার্নকে হারিয়েছেন লাইপজিগের দানি ওলমো।
ইংলিশ তারকা হ্যারি কেইন অভিষেক ম্যাচে মাঠে নামেন দ্বিতীয়ার্ধে। ততোক্ষণে তার দল পিছিয়ে গেছে ২-০ ব্যবধানে। কেইন যখন মাঠে নামেন বায়ার্নের সমর্থকেরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে স্বাগত জানান। তবে মাঠে নেমে দলের জন্য কিছুই করতে পারেননি তিনি।
লাইপজিগের শিরোপার নায়ক দানি ওলমো একাই জ্বলে উঠলেন। হ্যাটট্রিক করে দলকে প্রথমবারের মতো সুপার কাপের শিরোপা জয়ের আনন্দে মাতালেন। মৌসুমের শুরুতেই শিরোপা জিতলো দলটি।
ম্যাচের শুরু থেকেই লাইপজিগ ছিলো দুর্দান্ত। তৃতীয় মিনিটেই বায়ার্নের জালে বল পাঠিয়ে শিরোপার সম্ভাবনা জাগান দানি ওলমো। তার দুর্দান্ত গোলে শুরুতেই লাইপজিগ এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
পিছিয়ে পড়া বায়ার্ন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে সেই সুযেগা মিলেনি। উল্টো দানি ওলমো প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান আরো বাড়ান। ৪৪তম মিনিটে তার জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় লাইপজিগ। পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় বায়ার্নকে।
দ্বিতীয়ার্ধে ইংলিশ তারকা হ্যারি কেইন মাঠে নামেন। তবে তিনি আর দলকে শিরোপার লড়াইয়ে ফেরাতে পারেননি। উল্টো ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে দানি ওলমো হ্যাটট্রিক করেন। প্রথমবারের মতো সুপার কাপের শিরোপা নিশ্চিত করেন লাইপজিগের।
৩-০ ব্যবধানে পিছিয়ে পড়া বায়ার্ন ম্যাচের বাকীটা সময় আর কোনো গোলের দেখা পায়নি। বড় হারে শিরোপা তুলে দেয় লাইপজিগের হাতেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post