স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়া সফরে না যাওয়ায় হারিস রউফের সঙ্গে চুক্তি বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সংস্থাটির পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিষয়টি। শুধু তাই নয়, পিসিবি এ বছরের ৩০ জুন পর্যন্ত বিদেশি কোনো লিগে খেলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দিয়েছে রউফকে।
গত ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলে পাকিস্তান। ওই সফরের জন্য নভেম্বরে দল ঘোষণার আগে রউফের সঙ্গে কথা বলেন পাকিস্তানের নির্বাচকরা। শুরুতে অস্ট্রেলিয়ায় যেতে রাজি হলেও পরে সিদ্ধান্ত বদলে ফেলেন গতিময় এই পেসার। তার ও চোটে পড়া নাসিম শাহর অনুপস্থিতিতে অনভিজ্ঞ পেস আক্রমণ নিয়ে অস্ট্রেলিয়ায় খেলে হোয়াইটওয়াশড হয় পাকিস্তান।
আজ সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানায়, অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান টেস্ট দলে যুক্ত হতে চাননি রউফ। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে রউফের কেন্দ্রীয় চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, বিচারের নীতি অনুসারে রউফকে ব্যক্তিগত শুনানির সুযোগ করে দেওয়া হয়েছিল গত ৩০ জানুয়ারি। তবে তার পক্ষ থেকে সন্তোষজনক উত্তর পায়নি পিসিবি।
পিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে লিখেছে, ‘পাকিস্তানের হয়ে খেলা যেকোনো ক্রীড়াবিদের জন্য চূড়ান্ত সম্মান এবং সুযোগ। মেডিকেল রিপোর্ট বা সঙ্গত কারণ ছাড়া পাকিস্তানের টেস্ট দলে থাকতে অস্বীকার করা কেন্দ্রীয় চুক্তির বিধি লঙ্ঘন।’ প্রসঙ্গত, ওই সময় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ খেলেন রউফ। যা নিয়েই মূলত সমস্যার সূত্রপাত। অবশেষে কেন্দ্রীয় চুক্তি হারিয়েই ভুলের মাশুল দিলেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post