স্পোর্টস ডেস্কঃ হুট করেই অশনি হাওয়া নারী ফুটবলে। দিন তিনেক আগে অবসরের ঘোষণা দেন জাতীয় নারী দলের স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না। একইদিন নারী দলগুলোর কোচিং পদ ছাড়ার ঘোষণা দেন গোলাম রব্বানী ছোটন। এই নিয়ে সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্রও জমা দিয়েছেন ছোটন। এদিকে বাফুফের ক্যাম্প ছেড়েছেন আরেক নারী ফুটবলার আঁখি খাতুনও।
অনেকভাবে চেষ্টা করেও ছোটনকে রাখা যায়নি। বাফুফের পক্ষ থেকে নারী উইংয়ের প্রধান, খোদ বাফুফে সভাপতিও নাকি চেষ্টা চালিয়েছেন। তবে সম্ভব হয়নি। এদিকে স্বপ্নার সাথে কথা বলেন বাফুফের সাধারণ সম্পাদক। সব মিলিয়ে টালমাটাল দেশের ফুটবল। সমালোচনায় জর্জরিত হয় বাফুফে।
এই নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে এসবকে পাত্তা দিচ্ছেন না খুব একটা। জানিয়েছেন, এসব স্বাভাবিক ঘটনা। ফুটবলার যাবে, ফুটবলার আসবে। তেমনই কোচের ক্ষেত্রেও একই কথা বলেছেন। কোচ আসবে-যাবে বলছেন বাফুফে প্রধান।
কাজী সালাউদ্দিন বলেন, ‘মেয়েরা যাচ্ছে, আসবে এটা তো পৃথিবীর নিয়ম। ম্যারাডোনা নাই, মেসি এসেছে। মেসি ক্লাব ছেড়ে চলে যাবে, রোনালদো সৌদি আরবে চলে গেছে, এটা তো আসা-যাওয়ার প্রক্রিয়া। মেয়েরা যারা অবসর নিয়েছে, তাদের ব্যক্তিগত কারণও তো আছে…তারা সেটা প্রকাশ করতে চায়নি। বিষয়গুলো আসলে এটাই।’
সালাউদ্দিন আরও বলেন, ‘কোচ আসবে, চলে যাবে, আবার সেই কোচ পদত্যাগ করবে বা ছাঁটাই হবে, নতুন কোচ আসবে। গোটা পৃথিবীই এভাবে চলছে। এখানে তো কেউ স্থায়ী নয়। এতদিন অফিসিয়ালি ছিল না, আজকে সে (ছোটন) পদত্যাগ পত্র পাঠিয়েছে, এটা আমরা কমিটির সব সদস্যকে জানাব, পরের বোর্ড মিটিংয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নিব।’
দেশের নারী ফুটবলের জাগরণ যেভাবে হয়েছে, তার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ছোটনের। তিলে তিলে গড়ে তুলেছেন তিনি দলগুলোকে। বয়সভিত্তিক ও জাতীয় নারী দলের ডাগ আউট সামলান। ২০০৬ থেকে কাজ শুরু করেন বাফুফেতে। ২০০৯ সালে প্রথম প্রধান কোচের দায়িত্ব পান। গেল বছরগুলোতে নারীদের বয়সভিত্তিক ও জাতীয় দলের সব সাফল্যই তার অধীনে এসেছে। সবচেয়ে বড় সাফল্য পেয়েছেন সাফ শিরোপা দিয়ে।
তবে এবার সেই যাত্রা থেমে গেছে। ৫৪ বছর বয়সী ছোটনের চাকরি ছাড়ার পেছনে ও ২২ বছর বয়সের স্বপ্নার অবসরের অনেক কারণ আছে। বাফুফে থেকে যথাযথ মূল্যায়ন এবং সম্মান না পেয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। মনে ক্ষোভ আর চাপা অভিমানেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post