স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকার গ্রুপ পর্বে বিবর্ণ পারফরম্যান্সের পর প্যারাগুয়ের কোচের চাকরি হারালেন দানিয়েল গার্নেরো। আনুষ্ঠানিক বিবৃতিতে সোমবার আর্জেন্টাইন এই কোচের সঙ্গে চুক্তি সমাপ্তির ঘোষণা দেয় প্যারাগুইয়ার ফুটবল অ্যাসোসিয়েশন। এখনই নতুন কোচের নাম ঘোষণা করেনি তারা।
চলতি কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে প্যারাগুয়ে। এমনি ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে নেই তারা। চলতি কোপায় ‘ডি’ গ্রুপে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হার দিয়ে যাত্রা শুরুর পর ব্রাজিলের বিপক্ষে ৪-১ ব্যবধানে উড়ে যায় প্যারাগুয়ে। কোস্টা রিকার বিপক্ষে ২-১ গোলের হার দিয়ে আসর শেষ করে দলটি।
গত বছরের সেপ্টেম্বরে স্বদেশি গিয়ের্মো বারোস শেলোতোর জায়গা নেন গার্নেরো। তার কোচিংয়ে দশ ম্যাচ খেলে প্যারাগুয়ের জয় মাত্র ২টি। এই দশ ম্যাচে ৫ গোলের বিপরীতে তার দল হজম করে ১৩টি। কোপা আমেরিকায় ব্যর্থতা ছাড়াও বিশ্বকাপ বাছাইয়েও ভালো অবস্থায় নেই প্যারাগুয়ে। ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে সাত নম্বরে আছে তারা। শীর্ষে আছে আর্জেন্টিনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post