স্পোর্টস ডেস্কঃ কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে তৃতীয় সারির দল ইউনিয়নিস্তাস দে সালামানকার বিপক্ষে প্রথমে গোল হজম করে ৪৪ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে শেষ আট নিশ্চিত করেছে জাভি হার্নান্দেজের দল। গত রাতে প্রতিপক্ষের মাঠে বার্সা জিতেছে ৩-১ গোলে। আলভারো গোমেসের গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন কাতালান ফরোয়ার্ড ফেররান তরেস। তাদের পরের গোল দুটি করেন জুল কুন্দে ও আলেক্সান্দ্রো বাল্দে।
সালামানকারের ঘরের মাঠে ম্যাচের ৩১তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে বার্সেলোনা। প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে (৪৫তম মিনিটে) গোল করে দলকে সমতায় ফেরে কাতালনের ক্লাবটি। দলের হয়ে গোলটি করেন তরেস। ফলে কিছুটা স্বস্তি নিয়েই বিরতিতে যায় বার্সা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দুইবার প্রতিপক্ষের জালে বল জমা করেছে তারা। ৬৯তম মিনিটে গোল করে দলকে ২-১ তে এগিয়ে দেন কুন্দে। এর ৪ মিনিট পর বার্সেলোনার হয়ে তৃতীয় গোল করেন বাল্দে।
তিন গোল হজম করার আর ব্যবধান কমাতে পারেনি সালামানকার। তবে বেশ কয়েকবার আক্রমণে এসেছিল তারা। কিন্তু বার্সার গোলরক্ষক ইনাকি পেনার দুর্দান্ত সেভে লিড ধরে রাখে সফরকারীরা। অবশেষে ৩-১ গোলে জয় পায় বার্সা। এদিকে চলতি মৌসুমে খুব একটা ভালো সময় কাটছে না জাভির দলের। দলটিকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে পারফরম্যান্সের অধারাবাহিকতা। গত রোববার যেমন তারা স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রেয়াল মাদ্রিদের বিপক্ষে উড়ে গেছে ৪-১ গোলে।
Discussion about this post