স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কাজ করতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা শন টেইট। পেস বোলিং কোচ হিসেবে তাকে নিয়োগ দিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিষয়টি।
আগামী ১৩ ফেব্রুয়ারি পর্দা উঠবে পিএসএলের। আর এবারের আসরে কোয়েটার ডাগ আউটে দেখা যাবে টেইটকে। একই দলের প্রধান কোচ হিসেবে দেখা যাবে শেন ওয়াটসনকে। দিন কয়েক আগেই তার নাম ঘোষণা করা হয়। এছাড়া দলে মোহাম্মদ আমির, মোহাম্মদ হাসনাইন, ওয়াসিম জুনিয়রের মতো পেসাররা আছেন। তাদের নিয়ে কাজ করবেন সাবেক অজি গতি তারকা।
দায়িত্ব পেয়ে কাজ করতে মুখিয়ে আছেন বলে টেইট বলেন, ‘আমি ওয়াসিম জুনিয়র, হাসনাইন ও আমিরের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। শেন ওয়াটসনের সঙ্গে এমন প্রতিভাবানদের সাথে কাজ করাটা দারুণ ব্যাপার।’
পাকিস্তানের ক্রিকেটে এবারই প্রথম কাজ করছেন না টেইট। অতীতে পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর বাইরে আফগানিস্তান জাতীয় দলে কাজ করেছেন। এছাড়া বিপিএল, বিগ ব্যাশ, টি-টেনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post