স্পোর্টস ডেস্কঃ ভারতের পুরুষ ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন অজিত আগারকার। মঙ্গলবার এক বিবৃতিতে সাবেক এই ক্রিকেটারের নাম প্রধান নির্বাচক হিসেবে ঘোষণা করেছে বিসিসিআই। গত ফেব্রুয়ারিতে চাকরি ছাড়া চেতন শর্মার স্থলাভিষিক্ত হলেন আগারকার।
ভারতের সাবেক পেসার আগারকার ২৬ টেস্টের পাশাপাশি ১৯১ ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলেছেন। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা দলটির সদস্যও ছিলেন তিনি। এবার তিনি দায়িত্ব পেলেন ভারতের জাতীয় দল বাছাইয়ের। আগে থেকেই নির্বাচক কমিটিতে আছেন শিব সুন্দর দাস, সলিল আনকোলা, সুব্রত ব্যানার্জী ও শ্রীধরন শরৎ। তাদের প্রধান হয়ে এসেছেন আগারকার।
কোনো নির্বাচক প্যানেলে এনিয়ে দ্বিতীয়বার চেয়ারম্যান হিসেবে কাজ করতে যাচ্ছেন আগারকার। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত মুম্বাইয়ের প্রধান নির্বাচক ছিলেন তিনি। এদিকে অনেকদিন ধরেই শূন্য ছিল ভারত পুরুষ দলের প্রধান নির্বাচকের পদ। অবশেষে আগারকারকে এই দায়িত্বে নিয়োগ দিয়েছে বিসিসিআই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post