স্পোর্টস ডেস্কঃ প্রথম দুই ম্যাচের পর সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতেও হারল দক্ষিণ আফ্রিকা। সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয় ৮ উইকেটের বড় ব্যবধানে। আর এতে করে বিশ্বকাপের আগে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করল ক্যারিবিয়ানরা। যদিও দুই দলের নিয়মিত অধিনায়কসহ বেশ কয়েকজন ক্রিকেটারই খেলতে পারেননি সিরিজে আইপিএলের ব্যস্ততার কারণে। এদিকে বিস্ফোরক ব্যাটিংয়ে ম্যাচ সেরা হয়েছেন জনসন চার্লস। আর ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা গুদাকেশ মতি।
কিংস্টনের স্যাবাইনা পার্কে টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। ৩১ বলে ১ বাউন্ডারি ও ৫ ছক্কার মারে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন অধিনায়ক র্যাসি ভ্যান ডার ডুসেন। ৩৬ রান আসে উইয়ান মুল্ডারের ব্যাট থেকে। কুইন্টন ডি কক (১৯), রেজা হেনড্রিকসরা (৬) প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি।
উইন্ডিজের হয়ে ৪ ওভারে ৩৯ রান খরচায় ৩ উইকেট শিকার করেন ওবেদ ম্যাকয়। শামার জোসেপ ও গুদাকেশ মতি ২টি করে উইকেট লাভ করেন।
১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্বক ক্যারিবিয়ানরা। মাত্র ৬.৪ ওভারে ৯২ রানের উদ্বোধনী জুটি গড়ে তুলেন অধিনায়ক ব্র্যান্ডন কিং ও ওপেনার জনসন চার্লস। মাত্র ২৬ বলে ৯ বাউন্ডারির সাথে ৫ ছক্কায় ৬৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে চার্লস আউট হলে সেই জুটি ভাঙে। এরপর কাইল মায়ার্সের সাথে ৩৮ রানের জুটি গড়েন ব্র্যান্ডন কিং। ১১তম ওভারের পঞ্চম বলে ২৮ বলে ২ চার ও ৪ ছক্কার মারে ৪৪ রান করে ব্র্যান্ডন আউট হন।
তবে ম্যাচের বাকিটা সময় আর কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ৩৭ বল হাতে রেখেই দলকে দারুণ এক জয় এনে দিয়ে মাঠ ছাড়েন কাইল মায়ার্স ও অ্যালিক অ্যাথানজে। ২৩ বলে ৪ ছক্কার মারে ৩৬ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন মায়ার্স। আর ৬ রানে অপরাজিত থাকেন অ্যালিক।
দক্ষিণ আফ্রিকার হয়ে জেরাল্ড কোয়েটজে ও পিটার ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post