স্পোর্টস ডেস্ক:: লাল বলের ক্রিকেটে এখন অতীত ইমরুল কায়েস। টেস্ট ক্রিকেটকে বিদায় দিয়েছেন। প্রথম শ্রেণীর ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন। বিদায় বেলা জানিয়ে দিলেন ক্যারিয়ার নিয়ে তার কোনো অতৃপ্তি নেই। বাংলাদেশ দলে খেলেছেন সেটাই তার ক্যারিয়ারের বড় প্রাপ্তি।
প্রথম শ্রেণীর ক্রিকেটে শেষ ম্যাচ খেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে কথা বলেছেন ইমরুল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘২০০৬ সালে যখন আমার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়, চিন্তা করিনি যে বাংলাদেশ দলের হয়ে এতগুলো টেস্ট খেলতে পারব। আর সব শেষে এখন যেভাবে বিদায় নিলাম, আমি খুব খুশি যে বাংলাদেশের হয়ে ৩৯টি টেস্ট ম্যাচ খেলতে পেরেছি। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’
বাংলাদেশ দলে খেলাটাই তার জীবনে বড় প্রাপ্তি জানিয়ে ইমরুল বলেন, ‘এক টেস্ট হোক পঞ্চাশ টেস্ট বা একশ টেস্ট খেলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করাই বড়। প্রায় ১০-১২ বছর দলের সঙ্গে থেকেছি, খেলেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে। এটা আমার জন্য অনেক গর্বের ছিল। আমি চেষ্টা করেছি ব্যাটিং করে হোক বা কিপিং করে, দলের প্রয়োজনে অবদান রাখতে। আমার হয়তো আরও ভালো টেস্ট ক্যারিয়ার হতে পারত। তবে যেটা হয়নি সেটা নিয়ে এখন আর আফসোস মনে করি না। যা হয়েছে আলহামদুলিল্লাহ্।’
বাংলাদেশের মানুষ ক্রিকেটকে ভালোবাসে মন্তব্য করে ইমরুল বলেন, ‘২০১১ বিশ্বকাপে আমার মনে আছে, আমরা যখন ইংল্যান্ডকে হারালাম। ম্যাচ শেষে আমরা যখন হোটেলে ফিরছিলাম, ওই রাতটার কথা আমার এখনও মনে পড়ে। আমাদের খেলা শেষ হয়েছিল রাত ১০টায়, হোটেলে ফিরতে বেজেছিল রাত ১টা। মানুষজন যেভাবে অপেক্ষা করছিল, আমাদের তারা যেতে দেবে না, আমাদের সঙ্গে তারা আনন্দ করবে। আপনারা জানেন, আর্মি এসে মানুষগুলোকে সরিয়ে আমাদের যেতে দিয়েছিল। হোটেলের সামনেও অনেক মানুষ ছিল। ওই রাতটা মাঝেমাঝে আমাকে নাড়া দেয়। বাংলাদেশের মানুষ ক্রিকেটকে ও আমাদেরকে কতটা ভালোবাসে।’
লঙ্গার ভার্সন থেকে অবসর নিলেও ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন জানিয়ে তিনি আরো বলেন, ‘আগেও বলেছি বিপিএল ও ডিপিএল খেলব। এনসিএলেও টি-টোয়েন্টি খেলব। অবশ্যই আমি চেষ্টা করব…, ওয়ানডে যেহেতু এখনও আছে, আমি অবসর নেইনি। সামনে প্রিমিয়ার ডিভিশন খেলা আছে। আমি চেষ্টা করব ক্রিকেট উপভোগ করতে। বিপিএলেও চেষ্টা করব ভালো পারফর্ম করতে। যেখানেই খেলি না কেন, একজন ব্যাটর হিসেবে যদি রান না করেন, তাহলে আত্মতৃপ্তিটা আসে না। চেষ্টা করব ওই তৃপ্তিটা নিয়ে ভালো ক্রিকেট খেলতে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০