স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের মাঠে ঐতিহাসিক ওয়ানডে জয়ের পর টি-টোয়েন্টি সিরিজ ড্র করল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে হারলেও টাইগার ক্রিকেটারদের ভয়ডরহীন মানসিকতায় মুগ্ধ কোচ চান্ডিকা হাথুরুসিংহে।
রোববার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ হেরেছে ৫ উইকেটের বড় ব্যবধানে। ম্যাচ শেষে বাংলাদেশের কোচ বলেন, ‘আপনি যেমন বললেন, সিরিজের শুরুতেই আমরা বলছিলাম আগে কী করেছি। আর আমরা তার চেয়ে ভালো করতে চাই। এদিক থেকে এটা খুব সফল একটা সফর। আমার মনে হয় ক্রিকেটারদের অ্যাটিচিউড দারুণ ছিল। এই তরুণ দলটার কোনো ভয় নেই।’
হাথুরু আরও বলেন, ‘সত্যি কথা বলতে গেলে আমি আসলে জানি না। সিনিয়রদের না থাকা আসলে তরুণদের অ্যাটিটিউডে প্রভাব ফেলবে না। তারা তাদের খেলাটা উপভোগ করতে চেয়েছে। ড্রেসিংরুমের পরিবেশ অনেক ভালো। সবার মধ্যে এখন পরিষ্কার যোগাযোগ রয়েছে। যেমনটা বলছিলাম শান্তর ব্যাপারে। এখানে ক্রিকেটারদের মনে কোনো ভয় নেই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post