স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি লড়াইয়ে নেমেছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও লখনৌ সুপার জায়ান্টস। হায়দ্রাবাদের ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করে ১৮২ রানের বড় পুঁজি পেয়েছে স্বাগতিকরা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তাদের এই পুঁজি।
আগে ব্যাট করতে নেমে ঝড়ো শুরুর পরও পাওয়ার প্লে’তে দুই উইকেট হারিয়ে বসে হায়দ্রাবাদ। এরপর মাঝে দলটি কিছু উইকেট হারিয়ে রানের চাকা ধীর গড়ে ফেলে। সেখান থেকে দলকে টেনে তুলে বড় পুঁজি এনে দিতে সহায়তা করেন হেনরিখ ক্লাসেন ও আব্দুল সামাদ।
দলের পক্ষে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ক্লাসেন। তার ২৯ বলের ইনিংসটি সাজানো ৩টি করে ছয় ও চারের মারে। ২৫ বলে ১ চার ও ৪ ছক্কার মারে ৩৭ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত থাকেন সামাদ। এছাড়া ৭ বাউন্ডারিতে ৩৬ রান করেন ওপেনার অমলপ্রীত সিং।
লখনৌর হয়ে অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া ২টি উইকেট নেন।
১৮৩ রানের লক্ষ্যে এখন ব্যাট করতে নেমেছে লখনৌ সুপার জায়ান্টস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post